• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ ২৩৭ রানে এগিয়ে

সংগৃহীত ছবি

ক্রিকেট

মিরাজ-সাকিবের মারাত্মক বোলিং

বাংলাদেশ ২৩৭ রানে এগিয়ে

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২১

বাংলাদেশের দুই স্পিনারের তোপে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। শুরু করেন সাকিব আল হাসান। এরপর জিম্বাবুয়ে ইনিংসে ধস নামালেন মেহেদী মিরাজ। প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায় তারা। শুক্রবার হারারেতে বাংলাদেশ একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে করে বিনা উইকেটে ৪৫ রান। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬৮ রান করে। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ২৩৭ রানে এগিয়ে রয়েছে টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে বেশ স্বাচ্ছন্দ্যে খেলেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম। সাইফ ২০ এবং সাদমান ২২ রানে অপরাজিত থাকেন।

গতকাল সকাল থেকে মোটামুটি ভালোই খেলছিল স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। কিন্তু সাকিব আল হাসানের বলে  ৫টি উইকেট হারাতে হয় দ্বিতীয় সেশনের মধ্যেই। ৫ ইউকেটে ২৪৪ রান নিয়ে শেষ সেশন শুরু করে জিম্বাবুয়ে। এরপরের ১৩ ওভারের বিধ্বংসী মূর্তি ধারণ করেন মিরাজ। তুলে নেন তিন উইকেট। টাকুডজোয়ানাশে কাইটানোকে দিয়ে শুরু। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করা কাইটানো টিকে ছিলেন বহুক্ষণ। ৩১০ বল খেলার পর তার রক্ষণ ভাঙেন মিরাজ। তার গুড লেংথ বলে ফ্লিক করতে যেয়ে উইকেটের পেছনে ধরা পড়েন কাইটানো। জিম্বাবুয়ে হারায় তাদের ষষ্ঠ উইকেট। দুই ওভার পর মিরাজের শিকার হন ডনাল্ড টিরিপানো। স্কিডার সামলাতে না পেরে এলবিডব্লিউ হন এই টেইল এন্ডার। টানা তৃতীয় ও নিজের চতুর্থ উইকেট নিতে দেরি করেননি মিরাজ। সাত বল খেলা ভিক্টর নিয়াউচিকে বোল্ড করে জিম্বাবুয়ের অষ্টম উইকেটের পতন ঘটান তিনি। একই ভাবে ব্লেসিং মুজারাবানিকেও বোল্ড করেন এই অফস্পিনার। নিশ্চিত করেন টেস্ট ক্যারিয়ারের নিজের অষ্টম বারের মতো পাঁচ উইকেট লাভ।

রেগিস চাকাভবার ব্যাটে জিম্বাবুয়ে ফলোঅন এড়ালেও, নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বড় লিড। মিরাজ ৮২ রানে নিয়েছেন ৫ উইকেট। সাকিব ৮২ রানে নেন ৪টি উইকেট। অপর উইকেটটি নেন তাসকিন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৪৬৮

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: (আগের দিন ১১৪/১) ১১১.৫ ওভারে ২৭৬ (কাইটানো ৮৭, টেইলর ৮১, শুম্ভা ৪১, মায়ার্স ২৭, চাকাভা ৩১*; তাসকিন ২৪-১০-৪৬-১, সাকিব ৩৪.৫-১০-৮২-৪, মিরাজ ৩১-৫-৮২-৫)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১৭ ওভারে ৪৩/০

(সাদমান ২২*, সাইফ ২০*)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads