• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে আজ

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২১

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সীমাহীন উপদ্রবের মধ্যেও বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজে পরস্পরের মুখোমুখি হয়েছে। দু-দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ বিশাল বাবধানে জয়লাভ করেছে। এখন ওয়ানডে মিশন। স্বাগতিক  জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টেস্ট ভেন্যু হারাতেতেই ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে প্রবেশ করেছে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওই বছরেই। জিম্বাবুয়ে ওয়ানডে খেলছে বাংলাদেশের চেয়ে অনেক আগে থেকে। তারা প্রথম বিশ্বকাপ ক্রিকেটে খেলেছে ১৯৮৩ সালে। ওই বিশ্বকাপ দিয়ে জিম্বাবুয়ের ওয়ানডে অভিষেক ঘটে। যেখানে বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৯৯৯ সালে।

ওয়ানডেতে ১৯৯৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়ে মোট ৭৫টি ম্যাচ খেলেছে। তাতে বাংলাদেশ ৪৭টিতে জিতেছে এবং হেরেছে ২৮টিতে। বাংলাদেশ নিজেদের মাটিতে জিম্বাবুয়েকে হারিয়েছে ৩৩টি ম্যাচে। আর ১৩টি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের মাটিতে। ১টি ম্যাচ জিতেছে নিরুপেক্ষ ভেন্যুতে। জিম্বাবুয়ে নিজেদের মাটিতে ১৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশের বিপক্ষে। বাকি ১১টি ম্যাচ তারা জিতেছে বাংলাদেশের মাটিতে। ওয়ানডেতে এই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই এগিয়ে রয়েছে। কারণ, বাংলাদেশ প্রতিপক্ষের মাটিতে তুলনামূলকভাবে বেশি জিতেছে। তাছাড়া, সর্বশেষ ১৬টি ম্যাচই জিতেছে বাংলাদেশ পরস্পরের মোকাবিলায়। এটাই বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। ২০১৩ সালে জিম্বাবুয়ে সর্বশেষ বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করে। এই টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ভালো করবে বলে আশার করা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads