• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২১

হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে।

পারিবারিক কারণে ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। প্রস্তুতি ম্যাচে ৫ বল করেই মাঠ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। ডান গোড়ালিতে ব্যথা অনুভব করা এ বাঁহাতি পেসারকে তিন-চার দিন বিশ্রামে থাকতে হবে। সিরিজের প্রথম ওয়ানডেতে তাই মুস্তাফিজকে পাবে না বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল হাঁটুর ইনজুরি বয়ে বেড়াচ্ছেন। তবে ইনজুরি সামলে খেলবেন তিনি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads