• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুলাই ২০২১

দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস জিতেছে জিম্বাবুয়ে। উইকেট দেখে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়েন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল জিম্বাবুয়ে। ফলাফলটা ছিল স্বাগতিকদের জন্য ভয়াবহ। হারারেতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রোববার টস জিতে তাই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টেইলর বাহিনীর।

জিম্বাবুয়ে একাদশে দুটি পরিবর্তন আছে এই ম্যাচে। দলে ঢুকেছেন সিকান্দার রাজা ও তানাসে। বাদ পড়েছেন বার্ল ও মারুমা।

তবে বাংলাদেশ একাদশে নেই কোন পরিবর্তন। প্রথম ম্যাচের একাদশই খেলছে এই ম্যাচে। প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ২৭৬ রান। জবাবে ১২১ রানে অল আউট জিম্বাবুয়ে।

প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে ‍আছে বাংলাদেশ। আজ জিততে ‍পারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। ‍পারবে তো তামিমরা?

বাংলাদেশ দল:  তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads