• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ক্রিকেট

পদত্যাগ করলেন রশিদ খান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর ২০২১

বৃহস্পতিবার রশিদ খানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। কিন্তু দল ঘোষণার পর পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই তারকা ক্রিকেটার। কারণ হিসেবে উল্লেখ করেন দল ঘোষণার ব্যাপারে তার সঙ্গে কোনো প্রকার আলোচনা না করাকে।

টুইট বার্তায় এ বিষয়ে রশিদ খান লিখেন, ‘নির্বাচক কমিটি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। একজন অধিনায়ক ও দেশের প্রতিনিধি হিসেবে আমি অধিকার রাখি দল নির্বাচনের অংশ হওয়ার। এ পর্যায়ে আমি আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়কের পদ থেকে অনতিবিলম্বে সরে দাঁড়াচ্ছি।’

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিককে।

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম সারির বোলার রশিদ খানকে গেল জুলাইতে আফগানিস্তান দলের অধিনায়ক করা হয়েছিল। আর তার সহকারী করা হয়েছিল নাজিবুল্লাহ জাদরানকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads