• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২১

ঘরের মাটিতে টানা দুটি সিরিজ শেষ করে বিশ্রামে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে হোম কন্ডিশনে নেই অনুশীলন ক্যাম্প। অবসর সময়টা ভিন্নভাবে কাজে লাগাচ্ছেন বিশ্বকাপ দলের পাঁচ সদস্য। পবিত্র ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তারা।

নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং জাতীয় দলের বাইরে থাকা তাইজুল ইসলাম ও জাকির হাসান গেলেন ওমরাহ পালন করতে।

আজ বৃহস্পতিবার দুপুরের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন সকলে। ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বর দেশে ফিরে আসার কথা তাদের।

দেশে ফেরার পর কয়েকদিন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে ওমানের উদ্দেশে রওনা হবেন বাংলাদেশ দলের বিশ্বকাপ সদস্যরা। সেখানে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। মূল আসর হবে সংযুক্ত আরব আমিরাতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads