• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্রিকেট

উদ্বোধন হল বহুল প্রতিক্ষীত 'বিবিসিএল ক্রিকেট লিগ' সিজন-৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০২১

মাগুরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বহুল প্রতিক্ষীত স্কুল ও কলেজ ব্যাচ-২০০৪/২০০৬ ভিত্তিক ফেইসবুক গ্রুপের ‘স্পোর্টস ৪/৬’ এর সদস্যদের আয়োজনে বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর উদ্বোধনী খেলা গতকাল শুক্রবার বুটেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্ণামেন্ট গ্রুপের সদস্যদের নিয়ে মোট ৭ টি দল গঠিত হয়। ৭টি দলের মধ্যে রয়েছে- বীর বাঙ্গালী ৫২, স্বাধীন বাংলা ৭১ , সংগ্রাম ২৬, জাগ্রত ২৫, অগ্নিশিখা ৬৯, উদ্বীপ্ত ২১, বিজয় ১৬

টুর্ণামেন্টের প্রতিটি খেলা সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার বুটেক্স ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

বন্ধুত্বের জয়গানে বন্ধ‍ুর পাশে সকল বন্ধু সব সময়। এই বন্ধুত্বের টানেই নতুন উদ্যেমে ভালোবাসা ছড়িয়ে দিতে এবারো শুরু হল বিবিসিএল ক্রিকেট লিগ সিজন-থ্রি পাওয়ার্ড বাই মাগুরা গ্রুপ।

গতকাল শুক্রবার ছিল তিনটি খেলা। দিনের শুরুতেই উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিং করতে নামে স্বাধীন বাংলা ৭১ । ১৭ ওভার তিন বল খেলে ১০৩ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে ব্যাট করতে নেমে আশিক খান সর্বোচ্চ ২৯ ও মোজাম্মেল ১৬ রান করেন।

এর পর ১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোজাম্মেল গোলাম গাফফারের বোলিং তোপে পড়ে ১৫.৪ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায় বীর বাঙ্গালী ৫২। স্বাধীন বাংলা ৭১ এর অলরাউন্ডার মোজাম্মেল হক ১৬ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

দিনের দ্বিতীয় খেলায়, প্রথমে ব্যাট করতে নেমে জাগ্রত ২৫ নির্ধারিত ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের পাহাড় সমান রানের চ্যালেঞ্জিং স্কোর করে। দলের পক্ষে মশিউর রহমান শাহেদ সর্বোচ্চ ২৮ ও অধিনায়ক শাকিল ২৪ রান করেন। ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে অগ্নিশিখা ৬৯ মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে জাগ্রত ২৫ এর অধিনায়ক শাকিল ৪ উইকেট, মশিউর রহমান শাহেদ ২ উইকেট, খান রবিন ৩ উইকেট এবং আসিফ রোচী ১ টি উইকেট নেন। জাগ্রত ২৫ অধিনায়ক শাকিল ২৪ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ এর সেরা নির্বাচিত হন।

দিনের তৃতীয় খেলায় উদ্দীপ্ত ২১ ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে সংগ্রাম ২৬। উদ্দীপ্ত ২১ এর অধিনায়ক মাহমুদ খান শরীফ ৫৩ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন।

প্রতি শুক্রবারে টুর্ণামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং এই সিজন ৩ এর গর্বিত মিডিয়া পার্টনার টি-স্পোর্টস, বাংলাদেশের খবর, Bangladesh News, দৈনিক দিনপরিবর্তন। সকল খেলার আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশের খবর, Bangladesh News, দৈনিক দিনপরিবর্তন সংবাদ পত্র ও অনলাইন পোর্টালে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads