• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিশ্বকাপের জন্য প্রস্তুত টাইগাররা

সংগৃহীত ছবি

ক্রিকেট

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু বাংলাদেশের

বিশ্বকাপের জন্য প্রস্তুত টাইগাররা

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২১

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান, মাহমুদউল্লাহর মতো তারকারা। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে অবশ্য প্রস্ততি ম্যাচে সত্যিকার অর্থে ব্যর্থই হয়েছে বাংলাদেশ। তবে প্রস্তুতির ঐ ব্যর্থতা ঝেড়ে-মুছে মূল লড়াইয়ে ভালো করতে মানসিকভাবে তৈরি টাইগরারা। বিশ্বকাপ বাছাইপর্ব দিয়েই বাংলাদেশের মূল লড়াই। যেখানে সাকিব, মোস্তাফিজ, মুশফিক, মাহমুদউল্লাহ, লিটনসহ সকলেই খেলবেন।

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। এটা হবে স্কটল্যান্ডের
বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। দু’দলের আগের একমাত্র ম্যাচটিতে জিতেছিল স্কটল্যান্ড ৩৪ রানে। ২০১২ সালের ২৪ জুলাই নেদারল্যান্ডসের রাজধানী দি হেগে অনুষ্ঠিত ঐ ম্যাচে স্কটল্যান্ডের ৭ উইকেটে ১৬২ রানের জবাবে বাংলাদেশ ১২৮ রানে অলআউট হয়ে যায়। ম্যাচটিতে খেলা তিনজন এবার রয়েছেন বাংলাদেশ দলে। তারা হলেন; সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

বিশ্বকাপ ভেন্যু ওমান ক্রিকেট স্টেডিয়াম ঘেঁষে গড়ে তোলা হয়েছে আরেকটি মাঠ। শুক্রবার দুপুরে সেই মাঠে দেখা গেল ইংল্যান্ড দলকে। বিশ্বকাপের প্রাথমিক পর্বে
তাদের খেলতে হচ্ছে না, এই দেশেও তাদের কোনো ম্যাচ নেই। তবে বিশ্বকাপের আগে দিন দশেকের ক্যাম্পের জন্য তারা বেছে নিয়েছিল ওমানকেই। এখানে প্রথম দিনেই যাদের ম্যাচ, সেই বাংলাদেশ এ দিন ছিল বিশ্রামে। হোটেলে হালকা জিম-টিম করেই কেটেছে ক্রিকেটারদের সময়। আগের দিনই আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। তিন দিনের মধ্যে দুটি ম্যাচ খেলার শারীরিক ও মানসিক ক্লান্তি কাটাতে বিশ্রাম প্রয়োজনীয়ই ছিল। বিশেষ করে, দুটি ম্যাচেই হারার পর মানসিক চোট যথেষ্টই থাকার কথা। জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার অবশ্য তেমন কোনো চোটের ছাপ দেখতে পাচ্ছেন না দলে। দলের সঙ্গে থাকা এই নির্বাচক বললেন, প্রস্তুতিতে পরাজয় সঙ্গী হলেও মূল লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ।

নন অফিশিয়াল প্রস্তুত ম্যাচে অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। ওমান ‘এ’ দলের বিপক্ষে দুইশ ছাড়ানো স্কোর গড়ে বড় ব্যবধানে জেতে দল। কিন্তু অফিশিয়াল
প্রস্তুতি ম্যাচে দেখা যায় উল্টো চিত্র। আবু ধাবিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হয় জয়ের মতো অবস্থায় থেকেও। পরের ম্যাচে হজম করতে হয় আরো বড়
ধাক্কা। আয়ারল্যান্ডের সঙ্গে সেভাবে লড়াই জমাতেই পারেনি বাংলাদেশ।

কিন্তু সামপ্রতিক এই ব্যর্থতাকে পাত্তা না দিয়ে হাবিবুল ভরসা রাখছেন খানিকটা পেছনের সাফল্যে। তার মতে, দেশের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের বিশ্বাসই বিশ্বকাপে হবে দলের চালিকাশক্তি। ‘আমরা এর আগে বেশ ভালো ক্রিকেট খেলে এসেছি দেশের মাঠে সিরিজে। দলও যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচই, সেটা নিয়ে খুব বেশি বিচার করতে চাচ্ছি না। খুব বেশি ভাবনাও ভাবতে চাচ্ছি না। অবশ্যই আমাদের খুব ভালো ধারণা হয়ে গেছে, বিশ্বকাপে কীসের মুখোমুখি হতে পারি। কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। আমার মনে হয় আমরা প্রস্তুত। যখন প্রাথমিক রাউন্ডের খেলা শুরু হবে, সেরা পারফরম্যান্সটাই আমরা দেখাতে পারব বলে মনে করি।’

এদিকে, কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল পর্ব চুকিয়ে ওমানের পৌঁছেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। জাতীয় ক্রিকেট দলে যোগ দিতে সড়ক পথ বেছে নেন তিনি। গতকাল শনিবার সড়কপথে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলে যোগ দেন সাকিব। কোয়ারেন্টিন পর্ব পালন করতে হচ্ছে না তাকে। সরাসরি যোগ দেন দলের সঙ্গে। যদিও দলের সঙ্গে তার যোগ দেয়ার কথা ছিল ৮ অক্টোবর। তবে আইপিএলের এলিমিনেটর ও ফাইনালে কলকাতা নাইট রাইডার্স খেলায় দলের সঙ্গে থেকে যান সাকিব। টুর্নামেন্টের ফাইনাল শেষ হয়েছে শুক্রবার।

বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে স্কটল্যান্ড ছাড়াও ওমান ও পাপুয়ানিউগিনির বিপক্ষে। ১৯ বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ওমান আর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads