• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভারত পাকিস্তান ম্যাচের দাম!

সংগৃহীত ছবি

ক্রিকেট

ভারত পাকিস্তান ম্যাচের দাম!

  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২১

সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ আসর মানেই ভারত-পাকিস্তান ম্যাচ। আইসিসির কোনো আসর ছাড়া দুই দলের লড়াই দেখা যায় না বললেই চলে। ২৪ অক্টোবর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচের বিজ্ঞাপনের স্পট পাওয়া যাচ্ছে না ২০-২৫ লাখ রুপিতে। বিজ্ঞাপনদাতাদের মাথায় হাত এতো চড়া দামেও মিলছে না ১০ সেকেন্ডের স্পট। ভারত-পাকিস্তানের ২০১৯ সালের বিশ্বকাপের ম্যাচটি টেলিভিশনে পায় ২৮ কোটি দর্শক দেখেছিল।

এই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ পুরো ক্রিকেট বিশ্বে রয়েছে। তাই সম্প্রচার স্বত্ব পাওয়া টেলিভিশনের সঙ্গে তখন বিজ্ঞাপনদাতাদের অনেক দর কষাকষি চলে। বিশ্বকাপ শুরুর শেষ মুহূর্তে প্রতি ১০ সেকেন্ডের স্পট ২০-২৫ লাখেও পাচ্ছে না বিজ্ঞাপনদাতারা। আইপিএল ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের স্পট বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়। সম্প্রচারকারী সংস্থার ভাষ্যমতে- আইপিএল যেহেতু ঘরোয়া টুর্নামেন্ট, তাতে আর জাতীয়তা বোধ জড়িয়ে থাকে না। তাই তার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রহণযোগ্যতা অনেক বেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads