• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

সংগৃহীত ছবি

ক্রিকেট

নারী বিশ্বকাপ বাছাইপর্ব

পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০২১

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পুরুষ দল যখন নিজেদের মাটিতে টানা দুই হারে হোয়াইটওয়াশের অপেক্ষায়, তখন জিম্বাবুয়ের রাজধানী হারারেতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ ওই পাকিস্তানকেই ৩ উইকেটে পরাজিত করে শুভসূচনা করেছে। রোববার বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের ৭ উইকেটে ২০১ রানের জবাবে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ৭ উইকেটে ২১২ রান করে। অষ্টম জুটিতে দুই অভিজ্ঞ ব্যাটার রুমানা আহমেদ ও সালমা খাতুনের অবিশ্বাস্য ব্যাটিংয়েই বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

বাংলাদেশের বিপক্ষে টসে  হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে। দলের পক্ষে নিদা দার ৮৭, আলিয়া রিয়াজ অপরাজিত ৬১ ও উইকেটকিপার মুনিবা আলী ২২ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও রিতা মনি ২টি করে এবং সালমা ও রুমানা ১টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশের ইনিংসে রুমানা ৪৪ বলে ৬টি চারে অপরাজিত ৫০, ফারজানা হক ৯০ বলে ২টি চারে ৪৫, রিতা মনি ৩৭ বলে ৫টি চারে ৩৩, শারমিন অক্তার ৬৭ বলে ৪টি চারে ৩১ এবং সালমা ৩৭ বলে ৫টি চারে অপরাজিত ১৮ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে নাশরা ও ওমাইমা ২টি করে এবং আনাম, ফাতিমা ও নিদা ১টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশের পরের ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৩ নভেম্বর। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads