• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, প্রথম ঘণ্টায়ই দুই ওপেনারের বিদায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০২১

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। তামিম ও সাকিব না থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটায় চাপে টাইগাররা। অন্যদিকে উজ্জ্বীবিত পাকিস্তানকে নিয়ে সাফল্যের প্রত্যয় বাবর আজমের। চট্টগ্রামে ম্যাচ শুরু সকাল ১০টায়।

রঙিন পোষাকের চেয়ে সাদা পোষাকে বরাবরই দুর্বল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বিধ্বস্ত টাইগারদের এবার নামতে হবে টেস্টের পরীক্ষায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের দুঃস্মৃতি ভোলার মিশনে অধিনায়ক মুমিনুল পাশে পাচ্ছেন না সাকিব ও তামিমকে। এদিকে নেই কাটার মাস্টার মুস্তাফিজ ও গতি দাবন তাসকিনও। একাদশে তাই নতুনের আবাহন।

বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক জানান, অধিনায়কের জন্য এটা চ্যালেঞ্জ, যখন সিনিয়ররা থাকেন না। ওয়ানডে ও টি-টোয়েন্টির চিত্র আলাদা, কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। তবে এটাও ঠিক, নতুনদের উচিত সুযোগটা কাজে লাগানো।

চট্টগ্রামে টেস্টে অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে ইয়াসির রাব্বির। অধিনায়কের ইঙ্গিতে দুই নতুন মুখ জয় আর রাজার অভিষেকের সম্ভাবনা কম।

ব্যাকআপ ওপেনার হিসেবে আমরা আপাতত জয়কেই নিয়েছি। যদি খেলে ওপেনার হিসেবেই খেলবে। সঙ্গে আরেকটু কথা দিতে হবে বলেও জানান মুমিনুল হক।

এদিকে স্পিনার প্রাধান্য দিয়ে খেলবে বাংলাদেশ। এক বড় প্রশ্ন এক পেসার নাকি দুই পেসার নাকি দুই স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ । বাংলাদেশ বরাবরই একাদশ নিয়ে একপ্রস্থ নাটকে অভ্যস্ত। সেখানে চাপমুক্ত পাকিস্তান, ম্যাচের আগের দিনই ১২ জনের নাম জানিয়েছে।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানান, এখানকার কন্ডিশনটা কঠিন। মানিয়ে নিতে একটু সময় লাগে। উইকেটে গিয়ে সময় কাটাতে হয়। বাংলাদেশ অবশ্যই কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

সাদা পোশাকে দুই দশক পার হলেও পাকিস্তানের বিপক্ষে এখনো জয়হীন বাংলাদেশ। ৯ ম্যাচে টাইগারদের সঙ্গী ৮ হারের তিক্ততা। এমন সমীকরণ আর সাম্প্রতিক ফর্ম বিচারে চ্যালেঞ্জের মুখে মুমিনুলের দল।

এদিকে টি-টোয়েন্টিতে ভরাডুবির প্রভাবে চট্টগ্রাম টেস্ট নিয়ে খুব বেশি আগ্রহ নেই দর্শকদের। একই সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির অবস্থা বেহাল। বিসিবির কাছে স্টেডিয়ামের সংস্কারের দাবি জানানোর পাশে ভক্তদের আশা, টাইগারররা তাদের সেরাটাই দেবে মাঠে।

বিগত ৮ মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি জহুর আহম্মদ চৌধুরি স্টেডিয়ামে। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট দিয়ে শেষ হচ্ছে অপেক্ষা। ভক্তদেরটা তো আরও বেশি, প্রায় ২৬ মাসের। কিন্তু এতদিনের অপেক্ষার পরও টেস্ট নিয়ে চট্টগ্রামবাসীর খুব একটা আগ্রহ নেই।

স্টেডিয়াম থেকে কাউন্টারের দূরত্ব প্রায় এক কিলোমিটার। টিকিট ভেন্যু দূরে থাকায় বাড়তি বিড়ম্বনা দর্শকদের। ছুটির দিনে খেলা শুরু, তারপরও সেভাবে নেই টিকেটের চাহিদা।

জহুর আহমেদ চৌধুরীর ভাঙা গ্যালারির মতোই টাইগারদের সাম্প্রতিক পারফরর্মেন্স। যেন খেলা আয়োজনের জন্যই এই আয়োজন। গ্যালারির অর্ধেক অংশে নেই চেয়ার। যাও আছে তা আবার ভাঙাচোরা। এসব নিয়ে দারুন হতাশ দর্শকরা।

তারপরও সব কষ্ট দূর করতে পারেন ক্রিকেটাররা। মাঠে তাদের ভাল খেলা টেস্টের পরের দিনগুলোতে দর্শক বাড়াবে। আধার কাটিয়ে সাগরিকা আলোকিত হবে সমর্থকদের আলোয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads