• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রথমবারের মত শীর্ষ পাঁচে আফ্রিদি

সংগৃহীত ছবি

ক্রিকেট

প্রথমবারের মত শীর্ষ পাঁচে আফ্রিদি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০২১

আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিং তালিকায় তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। ২৩তম স্থানে উঠছেন তিনি। তার রেটিং এখন ৬৩০।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সফল বোলার ছিলেন তাইজুল। ৮ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ১১৬ রানে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে ১টি উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে নিজের সেরা বোলিং করেন তাইজুল।

তাইজুল সেরাটা দিতে পারলেও, চট্টগ্রামে জ¦লে উঠতে পারেননি বাংলাদেশের আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ উইকেট নেন তিনি। এতে দুই ধাপ পিছিয়ে এখন ২৬ নম্বরে মিরাজ।

র‌্যাংকিংয়ে চমক দেখিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ফলে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছেন আফ্রিদি। তার রেটিং ৮১০।

আফ্রিদির মত চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলিও। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন হাসান। পাঁচ ধাপ এগিয়েছেন হাসান। ৭৫৫ রেটিং নিয়ে ১১তমস্থানে হাসান।
বোলারদের তালিকায় শীর্ষে আছেন এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার নয়া অধিনায়ক প্যাট কামিন্স।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads