• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আগামীকাল রোজ শুক্রবার জাগ্রত ২৫ (বামে) বনাম বিজয় ১৬ (ডানে) এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে

ছবি : ‍বাংলাদেশের খবর

ক্রিকেট

বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর ফাইনাল ম্যাচ কাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০২১

মাগুরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান স্কুল ও কলেজ ভিত্তিক ফেইসবুক গ্রুপ ‘স্পোর্টস ৪/৬’ এর আয়োজনে বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর ফাইনাল ম্যাচ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৯.০০ ঘটিকায় ওসমানী হল (বুটেক্স) মাঠে অনুষ্ঠিত হবে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কিমটির সদস্য মোঃ সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকার কথা রয়েছে টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন।

এছাড়া আরো উপস্থিত থাকবেন, মাগুরা গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ মহীউদ্দীন (নাবিল), বাংলা ট্র্যাক লিঃ এর হেড অব গ্রুপ ব্র্যান্ড ম্যানেজমেন্ট তৌসিফুল ইসলাম, বসুন্ধরা গ্রুপ এর কো-অর্ডিনেটর টু ভাইস চেয়ারম্যান মেহরাব আলম চৌধুরী, ফেব্রিক্স ভিউ লিমিটেড এর পরিচালক (অপারেশনস্) রয়েল আহমেদ, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বেসিস এর সহ-সভাপতি মুশফিকুর রহমান, ইনটেক প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম, চাঁদপুর কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান, রুপায়ন গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান, বিএনএফ ইঞ্জিনিয়ার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোঃ মোস্তফা কামাল।

আরো উপস্থিত থাকবেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি নাজমুল আলম সাকিব, বিরুলিয়া হাউজিং লিঃ এর চেয়ারম্যান ডাঃ কোরবান আলী, চৌধুরী কমিউনিকেশন লিঃ এর চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম চৌধুরী, ছ্যম্মী ফেবিক্স এর প্রোপ্রাইটর সুলতান সুলেমান, এপিক্যাল এর ম্যানেজিং পার্টনার মোঃ নুরুল রাকিব, বিরুলিয়া হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক শামছুল হুদা মুরাদ, মুন টাচ ফার্নিচার এর ব্যবস্থাপনা আরিফ হোসেন, গ্রীণ ল্যান্ড এ্যাসেট এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম কে আজাদ, অক্সোর্ড অনলাইন এর প্রোপ্রাইটর সাব্বির আহমেদ, ইনিউজ৭১.কম এর চিফ এডিটর শওকত হায়দার (জিকো), সফলতার গল্প সোসাইটি এর চেয়ারম্যান এস কে শামীম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

উল্লেখ্য বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ টুর্ণামেন্টটি গ্রুপের সদস্যদের নিয়ে মোট ৭ টি দল গঠিত হয়। লীগ পর্বে অংশগ্রহণকারী দলগুলো হলো - বীর বাঙ্গালী ৫২, স্বাধীন বাংলা ৭১ , সংগ্রাম ২৬, জাগ্রত ২৫, অগ্নিশিখা ৬৯, উদ্বীপ্ত ২১, বিজয় ১৬।

কোয়ালিফাই রাউন্ডের ১ম খেলায় জাগ্রত ২৫ বনাম উদ্দীপ্ত ২১ এর মধ্যকার খেলায় জাগ্রত ২৫ জয় লাভ করে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে ২য় কোয়ালিফাইয়ার ম্যাচে উদ্দীপ্ত ২১ বনাম বিজয় ১৬ এর মধ্যকার খেলায় বিজয় ১৬ জয় লাভ করে টূর্ণামেন্টের ২য় ফাইনালিস্ট হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আগামীকাল রোজ শুক্রবার জাগ্রত ২৫ বনাম বিজয় ১৬ এর মধ্যকার ফাইনাল ম্যাচ সরাসরি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

বিবিসিএল (সিজন-৩), পাওয়ার্ড বাই মাগুরা গ্রুপ এর পাশাপাশি খেলার অন্যান্য কো-স্পন্সর হল - বিরুলিয়া হাউজিং লিমিটেড, এ্য‌পিকাল ইন্টোরিয়র, ছাম্মি ফেব্রিক্স, বাংলা ক্যাট, এক্সোড অনলাইন ইন্টারনেট ও মুন টাচ ফার্নিচার, গ্রীন ল্যান্ড এ্যাসেট লিঃ

মিডিয়া পার্টনার : T-Sports, enews71, Bangladesh News,দিন পরিবর্তন এবং দৈনিক বাংলাদেশের খবর।

ফাইনাল খেলার আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশের খবর, Bangladesh News, দৈনিক দিনপরিবর্তন সংবাদ পত্র ও সংশ্লিষ্ট অনলাইন পোর্টালে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads