• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

টি-টোয়েন্টিতে নতুন নিয়ম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২২

আগে থেকেই ধীর বোলিং করার জন্য শাস্তির বিধান ছিল আইসিসির। এবার টি-টোয়েন্টিতে সেই নিয়মে আরও কড়াকড়ি হচ্ছে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবার নতুন নিয়ম করলো। তবে জরিমানা আগের মতোই বহাল থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এখন থেকে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালে নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে হবে। না পারলে অথবা নির্ধারিত সময়ে ওভার শুরু করায় দেরি হলে পেনাল্টি দেওয়া হবে দলটিকে।

এক্ষেত্রে প্রথমে দায়িত্বরত আম্পায়ার ফিল্ডিং দলের অধিনায়ককে বিষয়টি অবহিত করবেন এবং শাস্তি আরোপ করবেন। শাস্তি হলো- ইনিংসের বাকি সময়জুড়ে ৩০ গজের বাইরে আগের নিয়ম থেকে এক জন ফিল্ডার কম রাখতে হবে।

তবে যদি কোনো দলের ইনিংস ১০ বা তারও কম ওভারে সম্পন্ন হয়, তখন এই নিয়ম প্রযোজ্য হবে না।

আগামী ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সেটি দিয়েই এই নিয়ম চালু হতে যাচ্ছে। মেয়েদের টি-টোয়েন্টিতেও একই নিয়ম প্রযোজ্য হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads