• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

৩৩২ রানে হেরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২২

৩৩২ রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ। ডারবান টেস্টে হেরেছিল ২২০ রানে। দুই টেস্টেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল। ৩৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা ছিল ২৭ আর হাতে ছিল ৭ উইকেট। ১ ঘণ্টা পেরোনোর আগেই বাংলাদেশ অলআউট হয় ৮০ রানে। মহারাজ একাই নেন ৭ উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজ ২০ ও তামিম ইকবাল করেন ১৩ রান। এ ছাড়া দুই অঙ্কের মুখ দেখেননি কোনো ব্যাটসম্যান।

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৪৫৩ রনে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানের বেশি করতে পারেনি। সফরকারীদের ফলোঅনে না করিয়ে ২৩৬ রানে এগিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩। গতকাল শেষ বিকেলে খেলেতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

ডারবান টেস্টের পুনরাবৃত্তিই যেন হলো। দিনের শুরুতে ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে হার মানতে হয়।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ, দ্বিতীয় ইনিংস: ৮০/১০ (২৩ ওভার)

দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ইনিংস: ১৭৬/৬ ডিক্লে. (৩৯.৫ ওভার)

বাংলাদেশ, প্রথম ইনিংস: ২১৭/১০ (৭৪.২ ওভার)

দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস: ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads