• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নিগার-সালমার নৈপুণ্যে  জয়ে শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি

ক্রিকেট

নিগার-সালমার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২২

পঞ্চম ওভারে ক্রিজে গিয়ে নিগার সুলতানা খেললেন শেষ বল পর্যন্ত। মন্থর শুরুর পর তুললেন ঝড়। অধিনায়কোচিত ইনিংসে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। শুরু আর শেষে দারুণ বোলিং উপহার দিলেন অভিজ্ঞ সালমা খাতুন। তাদের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ।  

আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ১৪ রানে জিতেছে বাংলাদেশ। ৪ উইকেটে ১৪৩ রান করা দলটি ১২৯ রানে থামিয়ে দিয়েছে আইরিশদের। 

৫৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন কিপার-ব্যাটার নিগার। তাকে দারুণ সঙ্গ দেওয়া ওপেনার শামিমা সুলতানা ৭ চারে ৪০ বলে করেন ৪৮।

আয়ারল্যান্ডের হয়ে তিন জন কেবল ছুঁতে পারেন দুই অঙ্ক। তারাই দলকে রাখেন লড়াইয়ে। তবে দারুণ বোলিং, ফিল্ডিংয়ে বাংলাদেশকে কক্ষপথে রাখেন সালমা। ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। সঙ্গে করেন দুটি রান আউট।

বাংলাদেশের শুরুটা ছিল মন্থর। দুই ওভারে আসে ৭ রান। তৃতীয় ওভারে লিয়া পলকে একটি চার মারেন শামিমা, দুটি মুর্শিদা খাতুন। পরে আর্লেনা কেলিকে আরেকটি চার মারেন তিনি।

এরপর অবশ্য ইনিংস বড় করতে পারেননি মুর্শিদা। ইমার রিচার্ডসনের বলে হয়ে যান এলবিডব্লিউ। ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। যেখানে মুর্শিদার অবদান তিন চারে ১৬।

এক প্রান্তে নিজের মতো করে খেলে যান শামিমা। আরেক প্রান্তে নিগার নেন সময়। বাংলাদেশ অধিনায়ক রানের খাতা খোলেন নবম বলে, রিচার্ডসনকে চার মেরে।

শামিমার ব্যাট থেকে নিয়মিত বাউন্ডারি আসতে থাকায় থমকে যায়নি রানের চাকা। ১০ ওভারে বাংলাদেশ ১ ওভারে করে ৫৩ রান।

প্রথম ২২ বলে ৯ রান করা নিগার গা ঝাড়া দেন কারা মারিকে বাউন্ডারি মেরে। চতুর্দশ ওভারে রিচার্ডসনকে পরপর দুই বলে চার মেরে দলের রান রেট ছয়ের উপরে নিয়ে যান শামিমা। পরের ওভারেই লর ডেল্যানির বলে এলবিডব্লিউ হয়ে থামেন এই ওপেনার। ভাঙে ৬২ রানের জুটি।

চারে নেমে দ্রুত ফেরেন সোভানা মুস্তারি। তবে শেষ ৩ ওভারে ৩৯ রান নিয়ে দলকে দেড়শ রানের কাছে নিয়ে যান নিগার।

অষ্টদশ ওভারে ওলগা প্রেনডেরগাস্টকে মারেন দুই চার। পরের ওভারে বেরিয়ে এসে বোলার ডেল্যানির মাথার দিয়ে মারেন ছক্কা। পরের দুই বলে আসে দুটি চার। প্রথম চারে ৪৭ বলে স্পর্শ করেন ফিফটি। টি-টোয়েন্টিতে আগের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে এই কিপার-ব্যাটার করেছিলেন সেঞ্চুরি।

শেষ ওভারে কেলিকে দুই চার মেরে শেষ বলে ছক্কায় ওড়ানোর চেষ্টায় নিগার ফেরেন ক্যাচ দিয়ে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। দ্বিতীয় ওভারের প্রথম বলে গ্যাবি লুইসকে বোল্ড করে দেন সানজিদা আক্তার মেঘলা। সালমা খাতুনের করা পরের ওভারে ওর্লা প্রেনডেরগাস্টের ক্যাচ নেন নিগার সুলতানা।

তৃতীয় উইকেটে অধিনায়ক ডেল্যানিকে নিয়ে প্রতিরোধ গড়েন অ্যামি হান্টার। দুই জনের ব্যাটে ধীরে ধীরে বাড়তে থাকে রান। দশম ওভারে হান্টারের রান আউটে ভাঙে ৪৫ রানের জুটি।

ত্রয়োদশ ওভারে ফিরে ডেল্যানিকে বিদায় করেন সালমা। অফ স্পিনারের বল বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান আইরিশ অধিনায়ক।

শেষ ৩ ওভারে ৩৬ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও যেভাবে খেলছিলেন রিচার্ডসন, তাতে তখনও সম্ভাবনা ছিল দলটির। কিন্তু ১৯তম ওভারে তিনি রান আউট হয়ে গেলে আর পেরে ওঠেনি আয়ারল্যান্ড। রিচার্ডসন ২৬ বলে এক ছক্কা ও চারটি চারে করেন ৪০।

গ্রুপের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭৯ রানে হারায় স্কটল্যান্ড। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী ক্রিকেট দল : ২০ ওভারে ১৪৩/৪ (শামিমা ৪৮, মুর্শিদা ১৬, নিগার ৬৭, মুস্তারি ৪, রিতু ৩*; রিচার্ডসন ৪-০-২০-১, প্রেনডেরগাস্ট ৪-০-৩০-০, পল ২-০-২০-১, কেলি ৪-০-৩০-১, মারে ২-০-১৮-০, ডেল্যানি ৪-০-২৫-১)

আয়ারল্যান্ড নারি ক্রিকেট দল: ১৯.৪ ওভারে ১২৯ (হান্টার ৩৩, লুইস ০, প্রেনডেরগাস্ট ২, ডেল্যানি ২৮, রিচার্ডসন ৪০, স্টোকেল ১, কাভানাহ ৬, ওয়ালড্রন ৮, কেলি ১, পল ১, মারে ৭*; সালমা ৪-০-২০-৩, মেঘলা ৪-০-২৬-২, নাহিদা ৩.৪-০-২৩-২, সোহেলি ১-০-১০-০, রুমানা ৩-০-২৩-০, রিতু ৪-০-২৬-০)

ফল : বাংলাদেশ ১৪ রানে জয়ী

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads