• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ঈদের ছবি নিয়ে অনিশ্চয়তা

সংগৃহীত ছবি

ঢালিউড

ঈদের ছবি নিয়ে অনিশ্চয়তা

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২১

মহামারী করোনা। চারদিকে এক ধরনের অস্থিরতা। সবকিছুই কেমন যেন অনিশ্চিত। যার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে ঈদের ছবিতে। গেল বছরের মতো এবারের ঈদের ছবির মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত চূড়ান্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, নতুন কোনো সিদ্ধান্ত হবে কি না তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না চলচ্চিত্রসংশ্লিষ্টরা। আর এ সিদ্ধান্তহীনতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত থাকা অন্তত অর্ধডজন চলচ্চিত্র। জানা গেছে, ঈদের জন্য প্রস্তুত ছিল আরিফিন শুভ-ঐশী অভিনীত বিগ বাজেটের ছবি মিশন এক্সট্রিম, কলকাতার দেব ও বাংলাদেশের জাহারা মিতুর কমান্ডো, শাকিব খান-বুবলীর বিদ্রোহী, সিয়াম-পূজা চেরীর শান, নিরব-বুবলীর ক্যাসিনো। নতুন করে মাঠে নেমেছিল শাকিব খান ও কলকাতার দর্শনা বণিক অভিনীত অন্তরাত্মা। বড় বাজেটের এসব ছবি ছাড়াও ঈদের অপেক্ষায় ছিল আরো কয়েকটি চলচ্চিত্র। বৈশ্বিক পরিস্থিতির কারণে কোনোটিই আলোর মুখ দেখছে না। সিনেমা হল খোলা থাকলেও ছবি মুক্তি দেওয়ার মতো অনুকূল পরিবেশ নেই বলে প্রযোজকরা এ সময়ে ছবি মুক্তি দিতে সাহস পাচ্ছেন না। ঈদের জন্য তৈরি বড় বাজেটের ছবিগুলো নিয়ে বিপাকে পড়েছেন প্রযোজকরা। পরে এসব ছবি মুক্তিতে লোকসানের কবলে পড়তে পারে বলেও আশঙ্কা প্রযোজকদের।

পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার চলচ্চিত্র মিশন এক্সট্রিম। পরিচালনা করছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। গত রোজার ঈদে চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলেও মহামারী করোনার কারণে কোরবানির ঈদেও তা সম্ভব হয়নি। চলতি বছরে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলে আগামী রোজার ঈদে মুক্তির কথা ছিল ছবিটির। ইতিমধ্যে এর পোস্টার উন্মোচিত হয়েছে। প্রকাশ পেয়েছে টিজার। পোস্টার-টিজারে দর্শক সাড়া পড়লেও ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না। এ চলচ্চিত্রে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ঐশী। এ ছাড়া রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলাসহ অনেকে। কলকাতার দেব বাংলাদেশের কমান্ডোতে প্রথম অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এ চলচ্চিত্রে দেবের নায়িকা হিসেবে আছেন বাংলাদেশের জাহারা মিতু। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনি। প্রথমে এই চলচ্চিত্রের নাম রাখা হয়েছিল মিশন সিক্সটিন। পরে কোনো কারণে ছবির নাম বদলে দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ঈদুল আজহায় এ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল, তবে মহামারীর কারণে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ছবি বিদ্রোহী। এটি গত বছরের ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল; কিন্তু বৈশ্বিক পরিবেশের কারণে মুক্তি পায়নি বিদ্রোহী। এ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, সাদেক বাচ্চু, ডন, সাবেরী আলম প্রমুখ। এম রহিম পরিচালিত শান ছবিটি গত বছরের রোজার ঈদে মুক্তির কথা ছিল। করোনার কারণে এটিও তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। একই কারণে এবারও ঈদে মুক্তি পাচ্ছে না সিয়াম-পূজা চেরীর এ ছবিটি। এতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান। সৈকত নাসির পরিচালিত আলোচিত ছবি ক্যাসিনো। নিরব-বুবলী জুটির প্রথম ছবি এটি। আসন্ন রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা এ ছবিটিও মুক্তি পাচ্ছে না। ঈদে মুক্তির কথা ছিল শাকিব খান-দর্শনা বণিকের অন্তরাত্মা ছবির। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন। এটিও ঈদে মুক্তি পাচ্ছে না।

করোনায় গত বছর দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর সিনেমা হল খুললেও দর্শক হলে আসেননি। হলে দর্শক ফেরাতে ঈদের অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেস্তে গেল সব পরিকল্পনা। দেশজুড়ে চলছে লকডাউন, বাড়ছে করোনা আতঙ্ক। এমন পরিস্থিতিতে আশার আলো নেই চলচ্চিত্রাঙ্গনে। বছরের শুরুতে নতুন ছবি নির্মাণের হিড়িক ও অর্ধশতাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও অনিশ্চিয়তায় পড়েছে ছবিগুলো। আলোর খানিকটা আভা দেখা দিলেও চলচ্চিত্রাঙ্গনে এখন কেবল অন্ধকারের ছোয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads