• রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪২৯

ঢালিউড

তুফান-এর ট্রেলার মুক্তি না দিলে আন্দোলনের ডাক রাফির

  • ''
  • প্রকাশিত ১১ জুন ২০২৪

চলতি বছরে শাকিব খানের ‘রাজকুমার’- সিনেমাটি ট্রেলার ছাড়াই হলে মুক্তি পেয়েছিল। যা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনা হয়েছে।

এদিকে শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটি মুক্তির আগে ট্রেলার বের হবে কিনা তা নিয়ে পরিচালক মহল থেকে কিছু জানানো হয়নি।

এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন বার্তা দিলেন রায়হান রাফী। এরপর অনুরাগীদের মাঝে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

রায়হান রাফী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেন। যেখানে ক্যাপশানে লিখেছেন, ‘ তুফান-এর ট্রেইলার মুক্তি না দিলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।’এই পোস্টের নিচে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা রায়হান রাফীর সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মতামত জানিয়েছে।

নবাব নামে এক ভক্ত লিখেছেন, ‘রাফি ভাই বাংলাদেশে যে এই সিনেমাটা বানিয়েছে আমি আশা করি এই সিনেমাটা অনেক সুন্দর হবে আমি চাই সিনেমাটার ট্রেলারটা বের হোক। প্রতিটা দর্শক দেখুক তারপর দেখতে আসুক।’


শাকিন আহমেদ নামে আরেকজন অনুরাগীর ভাষ্যে, ‘রাফি ভাই যা দেখিয়েছেন। বলার ভাষা নেই, আপনার মত একজন ডিরেক্টর বাংলাতে আর আসবেনা। আপনার এবং তুফান টিমের জন্য শুভ কামনা। আপনাকে আল্লাহ তায়ালা দীর্ঘ হায়াত দান করুন। এবং সর্বদা সুস্থ রাখুন।’

মিরাজ হাসান বলেন, ‘এই আন্দোলনের ডাক ঠেকাবার কেউ ইখতিয়ার রাখতে পারবে না।’

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads