• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রাণীজগতের অদ্ভুত কিছু তথ্য

সংরক্ষিত ছবি

বৈচিত্র

প্রাণীজগতের অদ্ভুত কিছু তথ্য

  • ফিচার ডেস্ক
  • প্রকাশিত ২২ মে ২০১৮

আমাদের চারপাশে প্রতিদিন আমরা নানা ধরণের কীট পতঙ্গ, পশু পাখি দেখে থাকি। নানা ধরণের বৈচিত্র্যময় এবং তাদের জীবন ধারণ পদ্ধতি খুবই অদ্ভুত। এদের সম্পর্কে যতই নতুন তথ্য আমাদের সামনে আসে, ততই আমরা অবাক হই। এরকমই কিছু অদ্ভুত তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। আসুন জেনে নেই সে সম্পর্কে -

 

** অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু গিলে ফেলে! বাদ দেয় না একটি অংশও!

** অজগর সাপ একসাথে ১২টি - ৩৬টি ডিম পাড়তে পারে!

** অজগর সাপ তার শিকারকে ছোবল বা বিষ প্রয়োগে মারে না! বরং, সেই শিকারকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে জোরে জোরে চাপ
দেয়! এক পর্যায়ে শিকারটি শ্বাস নিতে না পেরে মারা যায়!

** অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে!

** আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমনের চেয়ে জলহস্তীর আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!

** আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছর ঘুমিয়ে কাটায়! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁচে থাকে! সেই সময়ে এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন!

** আমেরিকার নিউইয়র্কে বছরে ১,৬০০ লোক অন্য মানুষের কামড়ে আহত হয়!

** ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!

** একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন!

** একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!

** কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে!

** গোল্ড ফিস ৩ সেকেন্ডের জন্যে তার স্মৃতিশক্তি ধরে রাখতে পারে!

** ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!

** চিতা হল স্থল প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রাণী! এটা ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে! আর মাত্র ৩ সেকেন্ডে এটা শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে যা প্রাণিজগতে অদ্বিতীয়!

** জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে! 

** নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে!

** নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল!

** পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়? অর্থাৎ, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না!

** পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে? মরুর জাহাজ খ্যাত উট? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর? জানি অনেকেই ভুল করবেন।কিন্তু
সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর, একটি উটের চেয়ে বেশীদিন বেঁচে থাকে!

** পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে!

** পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে!

** পৃথিবীর মানুষের মোট ওজন, পৃথিবীর পিপড়ার মোট ওজনের প্রায় সমান!

** পৃথিবীর মোট জীবিত প্রানীর ভাগই পানিতে বাস করে!

** পেঙ্গুইন মাটি/বরফ থেকে ৬ ফিট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে! 

** উটপাখি ঘোড়ার চাইতেও দ্রুত দৌড়াতে পারে। পুরুষ উটপাখি গর্জন ছুড়তে পারে অবিকল সিংহের মতই।

** গড়ে একটি সবুজ অঞ্চলে প্রতি একরে ৫০০০০ মাকড়শা বসবাস করে।

** ক্যাঙ্গারু তার পেছনের লেজের ওপর ভর করে দাঁড়ায়, লাফিয়ে চলে। যদি আপনি এর লেজটি তুলে ধরেন, তাহলে এটি আর মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না।

**  হাতিরা প্রায় ৩ মাইল দূর থেকেও পানির উৎসের জানান পায়।

** একটি শামূক তার চোখ হারালে সেটি আবার জন্মাতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads