• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সংরক্ষিত ছবি

নির্বাচন

খুলনা সিটি নির্বাচন

উন্নয়নের প্রতিশ্রুতি খালেকের, গণতন্ত্রের বিজয়ের আশা মঞ্জুর

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের গণসংযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গুরুত্ব দিচ্ছেন নগরীর উন্নয়ন প্রতিশ্রুতিতে, অপরদিকে বিএনপির প্রার্থী বক্তব্যে সামনে আনছেন সামগ্রিক রাজনীতিকে। নৌকার প্রার্থী তালুকদার আবদুল খালেক জলাবদ্ধতা, মাদক ও মশা সিটির প্রধান সমস্যা উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে এসব সমাধান করাই হবে তার মূল লক্ষ্য। ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে শাসকদলের প্রার্থী ও নেতাকর্মীরা বেপরোয়া আচরণ করছে। ১৫ তারিখ হবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্রের বিজয়ের দিন। শনিবার গণসংযোগকালে দুই মেয়র প্রার্থী এমন বক্তব্য দেন।

তালুকদার খালেক বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অন্য সিটি করপোরেশন এলাকার উন্নয়ন হলেও পিছিয়ে যাচ্ছে খুলনার উন্নয়ন। বর্তমান মেয়র সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকায় বিভিন্ন প্রকল্প থেকে বিদেশি সংস্থা মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি খুলনাকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী, জাসদ মহানগর সভাপতি ও ১৪ দল নেতা রফিকুল ইসলাম খোকন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বিসিবি পরিচালক শেখ সোহেল, নগর আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ। তালুকদার আবদুল খালেক  ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, খোদ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এসে খুলনার পুলিশ ও জনপ্রশাসনকে প্রভাবিত করেছে। জনগণ ব্যালটের মাধ্যমে এই সরকারের দুঃশাসন ও লুটপাটের জবাব দিতে চায়। তিনি ২২ ও ৩০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তার সঙ্গে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বজলার রহমান, মোল্লা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, বাগেরহাট জামায়াতের নেতা অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু প্রমুখ। এদিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইনশাল্লাহ এ বছরই আওয়ামী দুঃশাসনের অবসান হবে। আগামী ১৫ মে খুলনাবাসীর একান্ত আপনজন নজরুল ইসলাম মঞ্জু মেয়র নির্বাচিত হবেন। তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি শেখ মুজিবর রহমান প্রমুখ।

সিইসির মতবিনিময় আজ : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আজ রোববার বেলা ৩টায় বয়রার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads