• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

নির্বাচন

ইয়াবা সমালোচিত বদি

ইয়াবা ব্যবসায়ীদের টেকনাফ ছাড়ার নির্দেশ বদির

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৮

বিশেষ প্রতিনিধি 

টেকনাফের ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে টেকনাফ উপজেলা কেজি আদর্শ স্কুল মাঠে নৌকা মার্কার সমর্থনে উপজেলা শ্রমিকলীগ আয়োজিত কর্মিসমাবেশে তিনি এ নির্দেশ দেন।

আব্দুর রহমান বদি বলেন, ‘ইয়াবা নিয়ে টেকনাফের যে বদনাম রয়েছে, দূর করতে হবে। এজন্য ইয়াবা ব্যবসায়ীদের টেকনাফ ছাড়ার নির্দেশ দিচ্ছি।’

নৌকা প্রতীকে ইয়াবা ব্যবসায়ীদের ভোট দেওয়ার দরকার নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি প্রার্থী ইয়াবা ব্যবসায়ীদের টাকায় টেকনাফের ওসিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত। বিএনপির এসব ষড়যন্ত্র সফল হবে না। কারণ, জনগণ এখন বিএনপির মিথ্যাচার বিশ্বাস করে না।’

আব্দুর রহমান বদি বলেন, ‘উখিয়া-টেকনাফে নৌকার বিজয় নিশ্চিত দেখে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে তিনি ফেসবুক ও মিডিয়ানির্ভর রাজনীতি শুরু করেছেন। নির্বাচনি মাঠে না নেমে গোপন জায়গা থেকে তিনি ভিডিও-বার্তায় সন্ত্রাসীদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন।’

আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্র পাহারা দিয়ে নৌকার প্রার্থী শাহীন আক্তারের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। আর না হলে আবারও উখিয়া-টেকনাফের জনগণ উন্নয়ন বঞ্চিত হবে।’

তিনি বলেন, ‘উখিয়া-টেকনাফের চিত্র আগামী ৫ বছরে পাল্টে যাবে। যে পরিকল্পনা বর্তমান আওয়ামী লীগ সরকার নিয়েছে, বাস্তবায়ন হলে টেকনাফ হবে দেশের পর্যটনশিল্পের মূল কেন্দ্র।’

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– সাবেক সংসদ সদস্য ও টেকনাফ আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া-টেকনাফে নৌকার প্রার্থী শাহীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads