• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

নির্বাচন

২০৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জুন ২০২১

করোনা সংক্রমণের মধ্যেই স্থানীয় সরকার পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ২০৪টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে চলছে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ।

আজ সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে।

প্রথম ধাপে দুইশ চারটি ইউনিয়ন পরিষদের পাশাপাশি দুই পৌরসভার ভোটও অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও। এরমধ্যে একশ ৮৪টি ইউনিয়ন পরিষদে ব্যালটে ও ২০টিতে ভোট হবে , ইভিএমে। ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

দলীয় প্রতীকের এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অংশ নিচ্ছে। বিএনপি অংশ না নেওয়ায় দলটির যারা প্রার্থী হয়েছেন তারা ভোটে লড়ছেন স্বতন্ত্র হিসেবে।

এক হাজার ৮৩৬ ভোটকেন্দ্রের ১০ হাজার ২৬০টি ভোটকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ৪০ হাজার ৩৯২ জন সদস্য কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া ৩৯৩ জন নির্বাহী হাকিম, ৪১ জন বিচারিক হাকিম, ১২৩ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১২৪টি টিম ও পুলিশের ২৭৮টি টিম দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads