• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সিলেট-৩ আসনে বিশাল ব্যবধানে নৌকার জয়

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

সিলেট-৩ আসনে বিশাল ব্যবধানে নৌকার জয়

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০২১

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। আসনের ৪ থানার (দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) প্রায় সবক’টি কেন্দ্রেই নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হন।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলাভিষিক্ত হিসেবে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয় জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবকে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকরিভাবে ৬৫ হাজার ১০১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, দক্ষিণ সুরমা থানায় নৌকা পেয়েছে ২২ হাজার ৪৬৪ ভোট ও লাঙ্গল পেয়ে ৩ হাজার ১২৩, ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪ ও লাঙ্গল ৪ হাজার ৫৫৬, বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ ও লাঙ্গল ৩ হাজার ৩৩৭ এবং মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৭৪ ও লাঙ্গল ১৩ হাজার ৫৮৮টি ভোট পেয়েছে। এ ৪ থানার সকল ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন চার প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), স্বতন্ত্র হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

এদিকে, সিলেট-৩ আসনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হয়েছে। মোট ১৪৯টি কেন্দ্রের সবকটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। তবে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিলো কম। ভোটগ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে। তবে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি আছে সেগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। সকাল সাড়ে ৮টায় ও পৌনে ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হাজী মোহাম্মদ রাজা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারের দেখা মেলেনি। তবে বেলা বাড়ার পর হাতেগোনা কিছু ভোটার কেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ইভিএম মেশিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল সোয়া ৮টায় ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি তার নিজ কেন্দ্র দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আর বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী ভোট প্রদান করেন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে।

তবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কারণে নিজের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। সকাল ১০ টায় মোগলাবাজারের রেবতি রেমন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে ইভিএম মেশিনে আতিকের আঙ্গুলের চাপ সংক্রান্ত সমস্যার কারণে তিনি ভোট দিতে পারেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads