• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চান্দিনায় নৌকার টিকেট পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

চান্দিনায় নৌকার টিকেট পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত

  • চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে ওই তথ্য জানা যায়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবদুস সোবহান গোলাপ।

ওই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪ সেপ্টেম্বর ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেন ৮ মনোনয়নপ্রত্যাশী।

উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য (ভিসি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজালাল মিঞা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, দোলনাই-নবাবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজনীন আক্তার এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

দেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ১ অক্টোবর ১৯৫৩ সালে চান্দিনার মহিচাইল গ্রামে ডাক্তার বাড়িতে জন্মগ্রহণ করেন। স্থানীয় মহিচাইল উচ্চ বিদ্যালয়ে তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পরে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস পাশ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। চিকিৎসা সেবায় অনন্য সাধারণ অবদানের জন্য ২০১২ সালে তাকে চিকিৎসা বিদ্যায় অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

এদিকে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় চান্দিনা উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে তার সমর্থকরা মিষ্টি বিতরণ করেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই অধ্যাপক মো. আলী আশরাফ মৃত্যুবরণ করায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনটি শূন্য হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads