• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

নির্বাচন

১৬০ ইউপির ১৩১টিতে নৌকার প্রার্থী জয়ী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০২১

দেশে প্রথম ধাপের স্থগিত ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১৬০ ইউপির চেয়ারম্যান পদের মধ্যে ১৩১টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। সব পৌরসভা ও ১১ ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে।

৪৪টিতে চেয়ারম্যান পদে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। তাদের মধ্যে শুধু বাগেরহাট জেলাতেই রয়েছেন ৩৮ জন। ২৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন, যার মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। একটির ফলাফল স্থগিত করা হয়েছে। এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়।

ইউপির চেয়ারম্যান পদে বিজয়ীরা

শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী পাঁচজন, একজন বিএনপি নেতা ও স্বতন্ত্র তিনজন বিজয়ী হয়েছেন। এছাড়া বিজয়ী অন্য ২৫ জনের সবাই আওয়ামী লীগ মনোনীত। খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে আওয়ামী লীগের জিয়াউর রহমান জুয়েল, বাগালীতে আওয়ামী লীগের আবদুস সামাদ, মহেশ্বরীপুরে আওয়ামী লীগের শাহ নেওয়াজ শিকারী, মহারাজপুরে আওয়ামী লীগের আবদুল্লাহ আল মাহমুদ, কয়রায় আওয়ামী লীগের বাহারুল ইসলাম, উত্তর বেদকাশীতে আওয়ামী লীগের সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশীতে আওয়ামী লীগের বিদ্রোহী আসের আলী, দাকোপের পানখালীতে স্বতন্ত্র প্রার্থী শেখ সাব্বির আহমেদ, দাকোপ আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়, লাউডোবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের শেখ যুবরাজ, কৈলাশগঞ্জে আওয়ামী লীগের মিহির কুমার মণ্ডল, সুতারখালীতে আওয়ামী লীগের মাসুম আলী ফকির, কামারখোলা আওয়ামী লীগের পঞ্চানন মণ্ডল, তিলডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী গাজী জালাল উদ্দিন, বাজুয়ায় আওয়ামী লীগের মানস মুকুল রায়, বানিশান্তায় আওয়ামী লীগের সুদেব রায়, বটিয়াঘাটার গঙ্গারামপুরে বিএনপি সমর্থিত আসলাম হালদার, বালিয়াডাঙ্গায় আওয়ামী লীগের বিদ্রোহী আওসাফুর রহমান আসা, আমিরপুরে আওয়ামী লীগের সি এম মিলন গোলদার, দীঘলিয়ার গাজীরহাটে আওয়ামী লীগের বিদ্রোহী মফিজুল ইসলাম ঠান্ডু, বারাকপুরে আওয়ামী লীগের গাজী জাকির হোসেন, দীঘলিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী হায়দার আলী মোড়ল, সেনহাটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়া গাজী, আড়ংঘাটায় স্বতন্ত্র এস এম ফরিদ আক্তার, যোগীপুলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুর রহমান লিংকন, পাইকগাছার সোলাদানায় আওয়ামী লীগের আবদুল মান্নান গাজী, রাডুলীতে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, গড়ইখালীতে আওয়ামী লীগের রুহুল আমিন বিশ্বাস, চাঁদখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী শাহজাদা ইলিয়াস, দেলুটিতে আওয়ামী লীগের রিপন মণ্ডল, লতায় আওয়ামী লীগের কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনিতে আওয়ামী লীগের কওসার আলী জোয়ারদার ও লস্কর ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আরিফুজ্জামান তুহিন বিজয়ী হয়েছেন। এ ছাড়া গদাইপুরে আওয়ামী লীগের শেখ জিহাদুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরায় ১০টিতে আওয়ামী লীগ, চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, দুটি স্বতন্ত্র এবং তিনটিতে বিএনপি-জামায়াত সমর্থক স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads