• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

নির্বাচন

তথ্য ও প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক ইউনিয়ন গড়তে নৌকা চান আলমগীর

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০২১

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৪নং মৌকরা ইউনিয়নকে একটি আদর্শ মডেল ও সমৃদ্ধ ইউনিয়ন হিসাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলে নৌকা প্রতীক চান সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওই ইউপির চেয়ারম্যান এম সাইফ উদ্দিন আলমগীর।

তৃণমূল কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক এবং সাধারণ মানুষের মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাইফ উদ্দিন আলমগীর জানান, তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে প্রিয় মা কে হারান। ২৬-২৭ টা মামলার আসামী হন। যত হামলা মামলা স্বীকার হয়েছি কখনো রাজ পথ ছাড়েননি। আজকের দিনের সফল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির ভালোবাসা পেয়ে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মৌকরা ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কখনো দুর্নীতি করেননি। সব সময় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। এখনো মানুষের পাশে আছেন।

এখন নির্বাচন আসছে। আবারও দলীয় মনোনয়ন পেলে হোল্ডিং ট্যাক্স, চেয়ারম্যান সাটিফিকেট থেকে কোন টাকা নেয়া হবে না। গ্রাম্য আদালতের মাধ্যমে এ ইউনিয়ন সকল মামলা সামাধান করবেন। এ ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ-২০৪১ বাস্তবায়ন ও অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর হাতকে আরো শক্তিশালী করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, তথ্য ও প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে চান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads