• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
 শুনশান পরিবেশে শেষ নির্বাচন

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

টাঙ্গাইল-৭ উপনির্বাচন

শুনশান পরিবেশে শেষ নির্বাচন

ওয়ার্কার্স পার্টির ভোট বর্জন; জাপার নানা অভিযোগ

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২২

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ রোববার সকাল আটটা থেকে শুরু হয়ে শেষ হয় বেলা চারটায়। প্রথমবার এ আসনে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ হলেও নির্বাচনী কেন্দ্রগুলো পরিদর্শন করে কেন্দ্রগুলোতে শুনশান অবস্থা বিরাজ করছিল। বিএনপির অংশগ্রহণ না করা ও ভোটারদের মধ্যে অনাগ্রহ এবং নির্বাচনী উত্তাপ-উৎসাহ কোনোটিই না থাকার কারণে এমনটি হয়েছে বলে ধারণা সুশীল সমাজের ব্যক্তিদের।

এ দিন সকালে মির্জাপুর সরকারি এসকেপাইলট উচ্চ বিদ্যালয় (২৬,২৭) কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল হক আওয়ামী লীগের বিপক্ষে অভিযোগ করে বলেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে, ভোটকেন্দ্রে ভোটারদের জোড়পূর্বক আ.লীগে ভোট দিতে বাধ্য করা হচ্ছে যদিও আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে জানান, তার ব্যক্তি ইমেজকে নষ্ট করার জন্যই বানোয়াট কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে জাতীয় পার্টি। এসময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে ব্যক্ত করেন।

এদিকে ভোটগ্রহণের শেষ সময়ে ভোট বর্জন করেন, ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী গোলাম নওজব পাওয়ার চৌধুরী। তিনি জানান, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, জোড়পূর্বক আ.লীগে ভোট প্রদান এবং প্রিসাইডিং অফিসারদের সহযোগিতা না পাওয়ায় ভোট বর্জন করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, এ নির্বাচনে ৩০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বাংলাদেশের খবরকে বলেন, ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও কোনো ধরণের সহিংসতা ছাড়াই মির্জাপুরে অবাধ-নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৫০১ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। যাদের মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর’২১ এই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের ইন্তেকালের পর আসনটি শুন্য ঘোষিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads