• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগের বিশাল জয়

খান আহমেদ শুভ

ছবি: বাংলাদেশের খবর

নির্বাচন

টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগের বিশাল জয়

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২২

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের খান আহমেদ শুভ। রোববার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুম (ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র) থেকে বেসরকারিভাবে ফলাফলে তার জয়ের বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৭৩, ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকে গোলাম নওজব চৌধুরী ১ হাজার ৪৫, বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত ডাব প্রতীকে রূপা রায় চৌধুরী ৪৩৮, স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকে নুরুল ইসলাম নুরু পেয়েছেন ২ হাজার ৪৩৬ ভোট।

ফলাফল ঘোষণার পর এমপি শুভ’র কর্মী-সমর্থকেরা তাকে ফুলেল মালা দিয়ে শুভেচ্ছা জানায়। নির্বাচিত হয়ে শুভ তার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ঋণ কখনোই শোধ হবার নয়। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের ছেলে হিসেবে আমাকে এমপি নির্বাচিত করে মির্জাপুরবাসীর ছেলে হিসেবে আমাকে স্বাদরে গ্রহণ করায় আমি গর্বিত। নিজের সবটুকু দিয়ে এই জনগণকে সাথে নিয়ে মির্জাপুরের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন স্বদ্য নির্বাচিত এই এমপি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads