• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সম্পাদকীয়

সত্যেন বসু, বিজ্ঞান পরিচয় ও  ঢাকা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত ১৬ মার্চ ২০২১

অরুণ কুমার বসাক

 

 

 

১৯১৪ সালে স্যার তারকনাথ পালিত ও স্যার রাসবিহারী ঘোষের দানের অর্থে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। সত্যেন্দ্রনাথ বসু কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকেই ১৯১৩ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে বিএসসি এবং ১৯১৫ সালে একই ফলাফল নিয়ে মিশ্র-গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯১৫ সালেই উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু ও তার সতীর্থ মেঘনাদ সাহাকে প্রভাষক হিসেবে নিয়োগ দেন। বসু এবং সাহা সেখানে গবেষণা শুরু করেন। ১৯২০ সালের মধ্যেই সত্যেন্দ্রনাথের, এককভাবে বা মেঘনাদসহ ৪টি গবেষণা প্রবন্ধ এবং আইনস্টাইন ও মিংকোভস্কির ‘আপেক্ষিকতা নীতি’ জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ প্রকাশিত হয়। প্রথাগতভাবে বসু বা সাহা কেউই পদার্থবিদ্যার ছাত্র ছিলেন না। নিজেরা পরিশ্রম করেই পদার্থবিজ্ঞান আয়ত্ত করেছিলেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠিত হওয়ার পর পদার্থবিদ্যায় ১টা রিডার পদ বিজ্ঞাপিত হয়। খ্যাতনামা কয়েকজন আবেদনকারীর মধ্যে শক্তিশালী ছিলেন ড. মেঘনাদ সাহা ও সত্যেন্দ্রনাথ বসু। বিদেশে না গিয়েও Phil. Mag. 40 (1920)-এ উচ্চমানের প্রবন্ধ প্রকাশ করেছেন বিবেচনায় বসু নিয়োগপ্রাপ্ত হন। এরপর ১ জুন, ১৯২১ তারিখে সত্যেন বসু ঢাবির পদার্থবিদ্যা বিভাগে রিডার হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন।

ঢাবিতে তাপ-বিকিরণতত্ত্ব পাঠদানের সময় বসু উপলব্ধি করেছিলেন যে, প্লাঙ্কের কৃষ্ণকায়া বিকিরণ সূত্রে তার নব আবিষ্কৃত কোয়ান্টাম শক্তি ব্যবহার করা হলেও আলোকে তড়িৎ-চৌম্বক তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে প্লাঙ্কের কৃষ্ণকায়া বিকিরণ সূত্রে যৌক্তিক অসঙ্গতি রয়েছে। সত্যেন বসু কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোকে শুধু কণা হিসেবে বিবেচনা করে প্লাঙ্কের বিকিরণ সূত্র পুনর্গঠন করেন। কালজয়ী এই গবেষণা কাজ সংশ্লিষ্ট প্রবন্ধটি যুক্তরাজ্যের বিখ্যাত Phil. Mag. জার্নালে প্রত্যাখ্যাত হওয়ার পর আইনস্টাইন প্রবন্ধটি জার্মান ভাষাতে অনুবাদ করে, Z. Phys.-এ তার  ভালো মন্তব্যসহ পাঠিয়েছিলেন। আইনস্টাইনের মন্তব্য ছিল, ‘আমার মতে এটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। বোস যে নিয়ম অবলম্বন করেছেন তার সাহায্যে আদর্শ গ্যাসের কোয়ান্টাম তত্ত্ব নির্মাণ করা সম্ভব, আমি তা অন্যত্র করে দেখাব।’ প্রবন্ধটি অতি সত্বর ১৯২৪ সালেই Planck's Law and the Light Quantum Hypothesis, Z. Phys. 26, pp.168-71, 1924 তথ্যসূত্রে প্রকাশিত হলো। সত্যেন বসুর গবেষণা প্রবন্ধ বিজ্ঞানে ঐতিহাসিকভাবে অভিন্ন (identical) এবং অবিভেদ্য (indistinguishable) কণার জন্য পরিসংখ্যানের জন্ম দিল। প্রবন্ধটির মাধ্যমে কোয়ান্টাম পরিসংখ্যানের স্রষ্টা হিসেবে সত্যেন বসু নিজে বিশ্ববরেণ্য হলেন, ঢাবি পেল বিশ্ব-পরিচিতি, ঘটল বিজ্ঞানে ঢাবির রেঁনেসা। ১৯২৪ ও ১৯২৫ সালে আইনস্টাইন Royal Prussian Academy of Sciences-এ এক-যোজী আদর্শ গ্যাসের উপর ২টি প্রবন্ধ পরিবেশন করেন। এর সুবাদে পরিসংখ্যানটিতে আইনস্টাইনও যুক্ত হন এবং এর নাম হয় ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান’।

সত্যেন বসুর নিজস্ব ও ঢাবির বিশ্ব-পরিচিতির কারণে বসু ঢাবির চরম অর্থ সংকটেও অগ্রিম অর্থ মঞ্জুরিসহ ইউরোপ সফরের অনুমতি লাভ করেন। ১৯২৪ সালে ১৮ অক্টোবর বসু প্যারিসে পৌঁছান। কিছুদিন নোবেল বিজয়ী লুইস ডি ব্রগলির অগ্রজ মরিচ ডি ব্রগলির সঙ্গে রঞ্জনরশ্মি নিয়ে গবেষণা করেন। ১৯২৫ সালে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাদাম কুরির ল্যাবে বসু গবেষণা কাজ করতে শুরু করেন। ফাঁকে ফাঁকে তিনি কলেজ দ্য ফ্রান্সে  গিয়ে পল লাজভাঁ (Paul Langevin)-এর আপেক্ষিকতা তত্ত্বের সমস্যাদি নিয়ে তার সঙ্গে  কাজ করতেন। মাদাম কুরির রেডিয়াম ইনস্টিটিউটে কয়েক মাস কাজ করেছিলেন। এক বছর ফ্রান্সে কাটিয়ে ১৯২৫ সালের ৮ অক্টোবর  আইনস্টাইনের কাছে দেখা করার জন্য বসু বার্লিন গেলেন। জার্মানিতে আইনস্টাইনের সুবিধা নিয়ে বসু প্রচুর পড়াশোনার সুযোগ পেয়েছেন এবং বিশ্ববরেণ্য বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।

১৯২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঢাবিতে একটি প্রফেসরের পদ বিজ্ঞাপিত হয়। ইউরোপ থেকে সত্যেন্দ্রনাথ ১৯১৮ থেকে ১৯২৪ পর্যন্ত প্রকাশিত ৬টা গবেষণা প্রবন্ধ উল্লেখ করে আবেদন করেন। সুপারিশ পত্র আহ্বানের জন্য তিনি দরখাস্তে আইস্টাইন, পল লাজভাঁ (Paul Langevin, 1872-1946) ও হার্মান মার্ক  (Herman Mark, 1895-1992)-এর নাম দেন। তাদের জোর সুপারিশে সত্যেন্দ্রনাথ প্রফেসর পদে নিয়োগ পান।  সত্যেন্দ্রনাথ ১৯২৭ সালে ১১ ফেব্রুয়ারিতে প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিলেন। ১৯২৭ সালে প্রফেসর বসু বিজ্ঞানের ডিনেরও দায়িত্ব পান।

এ সময় তিনি ঢাবির বিজ্ঞান উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকাতে নিজের গবেষণা কাজে যথেষ্ট সময় দিতে পারেননি। তার লক্ষ্য ছিল, ঢাবির সর্বাত্মক উন্নতি সাধন এবং ঢাবিকে ইংলন্ডের অক্সফোর্ড-ক্যামব্রিজের মানে গড়ে তোলা। তিনি কাজী মোতাহার হোসেনকে কলকাতায় প্রশান্ত মহলানবীশের স্থাপিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ওঝও)-এ গিয়ে পরিসংখ্যান পড়তে উৎসাহ ও উদ্দীপনা দেন। মোতাহার হোসেন সাহেবের প্রচেষ্টাতে ১৯৪৮ সালে ঢাবিতে প্রথম মাস্টারস কোর্সসহ পরিসংখ্যান বিভাগ খোলা হয়। অন্যের গবেষণায় সমস্যার সমাধানেও বসু সময় দিতেন। উদাহরণ হিসেবে ১৯৯৫ রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত রসায়নের প্রফেসর প্রতুলচন্দ্র রক্ষিত (১৯১০-১৯৯৮) এর লেখা তুলে ধরা যায়। রক্ষিত ঢাবিতে ড. জ্ঞানচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে পিএইচডি করতেন। ১৯৩৫-৩৬ সময়কালে উনি অ্যাসকরবিক অ্যাসিড (ভাইটামিন-সি) অণুর প্রকৃতি নিয়ে কাজ করছিলেন। তাঁর পরীক্ষালব্ধ ফলাফলগুলোর ব্যাখ্যা করা যাচ্ছিল না। প্রফেসর বসু প্রায় চার-পাঁচ মাস তার সঙ্গে কাজ করে পরীক্ষালব্ধ ফলাফলগুলোর ব্যাখ্যা লিখে দিয়েছিলেন। উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রকাশিত প্রবন্ধে বসুর নাম ছিল না, সম্ভবত বসুর ইচ্ছাতেই। শিক্ষার্থীদের জন্য তার অপরিসীম মায়া ছিল। ঢাবি-প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অনশন-ধর্মঘট হলে, প্রফেসর বসু সন্ধ্যার পর তাদেরকে নিজ বাসায় নিয়ে খাওয়াতেন।

২৯.১০.১৯৪৫ তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয় (কলবি)-তে পদার্থবিদ্যার ‘খয়রা প্রফেসর’ হিসেবে যোগ দিতে প্রফেসর বসু ঢাবি থেকে পদত্যাগ করেন। ১৯৫৬ সালে অবসর গ্রহণের পর কলবি তাকে ‘প্রফেসর ইমেরিটাস’ হিসেবে নিয়োগ দেয়। ১৯৫৬ থেকে ১৯৫৮ সময়কালে প্রফেসর বসু বিশ্বভারতীতে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৪ সালে তিনি ভারত সরকারের  ‘পদ্মবিভূষণ’ পদকের সম্মানে ভূষিত হন। ১৯৫৮ সালে বসু লন্ডনের রয়েল সোসাইটির ফেলো (FRS) হওয়ার সম্মান অর্জন করেন। ১৯৫৯ সালে  ভারত সরকার তাকে ‘জাতীয় অধ্যাপক’ পদে মনোনীত করে।  এছাড়া ISI, কলকাতা, এলাহাবাদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রফেসর সত্যেন্দ্রনাথ বসুকে ‘সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি’ প্রদান করে।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর  সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে ‘বোস প্রফেসর’ পদ সৃষ্টি করে এবং তার স্মরণে ‘বসু গবেষণা কেন্দ্র’ প্রতিষ্ঠা করে। ১৯৮৬ সালে কলকাতা শহরে বসুর নামে ‘সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্র’ স্থাপিত হয়। সম্প্রতি ২৮-০৬-২০১৭ তারিখে ঢাবি পদার্থবিদ্যা বিভাগে ‘এস এন বোস মিউজিয়াম’ প্রতিষ্ঠা করা হয়।

শিক্ষক হিসেবে সত্যেন বসু ছিলেন অনন্য সাধারণ।  প্রায়ই সদ্য প্রকাশিত প্রবন্ধের মূল সমস্যা নিয়ে শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে আলোচনা করতেন। এখান থেকেই গবেষণার বিষয়বস্তু বেরিয়ে আসত। তার প্রণীত কোয়ান্টাম পরিসংখ্যান তত্ত্ব এভাবেই আবিষ্কৃত হয়েছে। লোভ-লালসা থেকে দূরে ছিলেন বলেই বসুর উপলব্ধি শক্তি ছিল অসীম। অন্যায় ও ভুল দেখলে সত্যেন বসু সব সময় তার প্রতিবাদসহ সত্যিটা তুলে ধরতেন। আইনস্টাইনকে তিনি ‘গুরু’ হিসেবে দেখতেন। তার সঙ্গে সাক্ষাৎ আলোচনাতেও এই চিত্র ফুটে ওঠে। ১৯২৫ সালের অক্টোবরে বসুর বার্লিন সফরের সময় আইনস্টাইনের বাসাতে তাদের কথোপকথন হয়েছিল। আইনস্টাইন তখন ভারতে ইংরেজ শাসন সম্পর্কে মতামতে বলেছিলেন : ‘ইংরেজরা ভাল, তোমরা তাদেরকে তোমার দেশ থেকে তাড়াতে চাও কেন?’ উত্তরে বসু বলেছিলেন : ‘আচ্ছা আপনারা ইহুদিরা কেন চাচ্ছেন, একটা নতুন ইজরাইল-রাষ্ট্র স্থাপন করতে, আপনিও তো সেই দিকে বেশ ঝুকেছেন।’  আইনস্টাইন তখন বলেছিলেন : ‘এবার তোমার কথা আমি বুঝেছি, এটা প্রাণের আবেগের কথা, একে যুক্তি তর্কে বোঝা যায় না।’

সত্যেন বসু তার শিক্ষক আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো মাতৃভাষা বাংলাতে বিজ্ঞানচর্চার পক্ষপাতী ছিলেন। তার অনুপ্রেরণায় ১৯৪১ সালে ঢাকায় ‘বিজ্ঞান পরিচয়’ নামে একটি  পত্রিকা প্রকাশিত হয়েছিল। দেশ ভাগ হলে কিছুদিন পর পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। বসুর মতে, ‘যাঁরা বলেন বাংলাতে বিজ্ঞান পুস্তক বা প্রবন্ধ লেখা সম্ভব নয়, তাঁরা হয় বিজ্ঞান বুঝেন না, না হয় বাংলা জানেন না।’

প্রফেসর সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে ১৯৩৩ নোবেল বিজয়ী পল ডিরাক বোস-আইনস্টাইন পরিসংখ্যান মান্যকারী কণার নামকরণ করেন ‘বোসন’ (Boson)। অতি নিম্ন তাপমাত্রায় বোসন কণা/অণু এক স্টেটে একত্রিত হয়ে নতুন এক ‘বোস-আইনস্টাইন ঘনীভবন দশা (BEC) বা সুপ’ সৃষ্টি করে। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রস্থ ইউনিভার্সিটি অব কলোরাডোর এরিক কর্নেল ও কার্ল ভাইম্যান রুবিডিয়াম-গ্যাসে এবং MIT-এর উল্গ্যাং কেটার্যাল সোডিয়াম-গ্যাসে পরীক্ষণের মাধ্যমে BEC প্রদর্শন করে ২০০১  নোবেল পুরস্কার অর্জন করেন।

ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে অনেকের মত, বসুকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। এ ব্যাপারে সত্যেন বসুর অনুভূতি জানতে চাওয়া হলে, তিনি বলতেন তার নামে উৎসর্গীকৃত কবিগুরুর একমাত্র বিজ্ঞানবিষয়ক বই, ‘বিশ্বপরিচয়’, তার সবচেয়ে বড় পাওয়া। বিজ্ঞানের শিক্ষার্থীরা বিশ্বপরিচয় পড়লে বুঝতে পারবে কি করে বিজ্ঞানকে অনুভূতিতে আনতে হয়। সত্যেন্দ্রনাথ বিদগ্ধ-সমাজে ‘আচার্য বসু’ নামে খ্যাত। তিনি বহুভাষী : বাংলা ও ইংরেজি ছাড়াও ফরাসি, জার্মান এবং সংস্কৃত জানতেন। প্রফেসর বসু ‘বহুদর্শী’ : পদার্থবিদ্যার বহু শাখা ছাড়াও গণিত, রসায়ন, জীববিজ্ঞান, সাহিত্য এবং সংগীতবিশারদ ছিলেন। তিনি ভালো ‘এস্রাজ’ বাজাতেন।

কোয়ান্টাম বলবিদ্যার ক্রমবিকাশে অবদানকারীদের মধ্যে সত্যেন বসুর নাম উল্লেখযোগ্য। প্লাঙ্কের সূত্র পুনর্গঠনে তত্ত্বীয়ভাবে আলোর কণিকার স্পিন-১ আবিষ্কার ছাড়াও তার প্রপঞ্চ ‘দশাস্থান’-এর ন্যূনতম আয়তন ħ3 পরবর্তীতে ভার্নার হাইসেনবার্গের কোয়ান্টাম তত্ত্বে ব্যবহূত ‘অনিশ্চয়তা-নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।  ১৯৬৫ নোবেল বিজয়ী রিচার্ড ফাইনম্যান ১৯৪৫ খ্রিস্টাব্দে বিদ্যুৎ-চৌম্বকীয় বল, বিশেষ আপেক্ষিকতা ও কোয়ান্টাম তত্ত্বগুলিকে মেলবন্ধনে আবদ্ধ করে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স (QED) ক্ষেত্রতত্ত্ব বিজ্ঞানকে উপহার দেন। এর মাধ্যমে ফাইনম্যান সর্বপ্রথম কোয়ান্টাম জগতের গূঢ় রহস্য স্পষ্টভাবে বিজ্ঞান মহলে তুলে ধরেন। এই ক্ষেত্রতত্ত্বে তিনি দেখান যে, মিথস্ক্রিয়ারত দুটি ইলেকট্রিক চার্জযুক্ত বস্তুকণার মধ্যে বিনিময় খেলারত স্পিন-১ যুক্ত আলোর ফোটন-কণিকা γ বিদ্যুৎ-চৌম্বকীয় বল সৃষ্টি করে। গেজ বোসন কণা γ বিদ্যুৎ-চৌম্বকীয় বলের ‘বাহক’। পরবর্তীতে স্ট্যান্ডার্ড মডেলের কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স (QCD) ক্ষেত্রতত্ত্বে এবং আধুনিকতম গ-তত্ত্বে যে-কোন মিথস্ক্রিয়ারত কণার ক্ষেত্রে ফাইনম্যান-এর উপলব্ধিজাত বিনিময় খেলা ও সৃষ্ট বলবাহক বোসন কণা সাফল্যজনক হয়েছে।

তড়িৎ-দুর্বল বল সৃষ্টিকারী স্পিন-১ সম্বলিত বলবাহক বোসন কণা WÙ ও Z0 আবিষ্কৃত হয়েছে। ১৯৭৩ ও ১৯৮৩ সালে ঈঊজঘ-এ সম্পাদিত পরীক্ষণে W ও Z  কণাগুলির অস্তিত্ব নিশ্চিত করা হয়। তড়িৎ-দুর্বল বল সংশ্লিষ্ট অবদানের জন্য শেলডন গ্লাসো, স্টিভেন ভাইনবার্গ ও আবদুস সালামকে ১৯৭৯ পদার্থবিজ্ঞানে যুগ্মভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনগুলোর বন্ধনশক্তি সৃষ্টিকারী সবল বলের বাহক স্পিন-শূন্য বোসন কণা ‘গ্লুয়ন’ g। অন্যদিকে ভরশূন্য ও ভরযুক্ত বস্তুকণার মধ্যে “হিগ্স প্রক্রিয়া” পরিপালন (maintenance) সংশ্লিষ্ট বল-বাহক স্পিন-শূন্য ‘হিগ্স বোসন’ H, ২০১২ সালে CERN-এ অবস্থিত LHC-এর দুই প্রোটন সংঘর্ষে উৎপাদিত হয় এবং ATLAS-পরীক্ষণে নিশ্চিত করা হয়। বৈজ্ঞানিকের দৃষ্টিতে আমাদের তথা সব অস্তিত্বের চাবিকাঠি হিগ্স বোসন বা ‘ঈশ্বর-কণা’। এজন্য অনেকে সত্যেন বসুকে ‘ঈশ্বর-কণার জনক’ বলে অভিহিত করেছেন। ১৯৬৪ সালে স্বতন্ত্রভাবে হিগ্স বোসন আবিষ্কারের জন্য পিটার হিগ্স এবং ফ্রাঙ্কো ইংলার্টকে পদার্থজ্ঞািনে ২০১৩ সালের নোবেল পুরস্কার প্রদান করা হয়।

অন্যদিকে ২০১৫ সালের পরীক্ষণে এক শত বছর পূর্বে আইনস্টাইন-এর সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী স্থান-কাল জালে আন্দোলনের মাধ্যমে যে মহাকর্ষ তরঙ্গ এবং বল সৃষ্টি হয়, তা উদ্ঘাটিত হয়েছে।  কোয়ান্টাম মহাকর্ষ ক্ষেত্রতত্ত্ব অনুযায়ী মহাকর্ষ বলের বাহক ‘গ্রাভিটন’ (graviton) ভরবিহীন স্পিন-২ সম্বলিত টেনসর ‘গেজ বোসন’। দেখা যাচ্ছে, বোস-আইনস্টাইন পরিসংখ্যানের বোসন কণা, এর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য উন্মোচনে জয়যাত্রা অব্যাহত রেখেছে।

ক্লাসে পাঠদান ও গবেষণা সম্পূরক। বোস-পরিসংখ্যানের জন্ম ক্লাসে পাঠদান থেকে। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীর অকপট সম্পর্ক গবেষণাকে গতিশীল করে। বিশ্বব্রহ্মা্লের সৃষ্টি রহস্য উদ্ঘাটনে বোসনের ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব-দরবারে প্রতিষ্ঠিত করেছে। বোসন-আবিষ্কারক সত্যেন বসু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন এক মাত্রা এনে দিয়েছেন। সত্যেন বসুর জন্মদিন (১ জানুয়ারি)-কে জাতীয় বিজ্ঞান-দিবস হিসেবে পালন করলে আমাদের বিজ্ঞানচর্চা  গতিশীল হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads