• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সম্পাদকীয়

আর্থসামাজিক ও মানবিক সূচক বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়

  • অলোক আচার্য
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০২১

উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেশের সার্বিক জীবনমান, অবকাঠামো এবং আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন করা একটি সময়সাপেক্ষ বিষয়। এখানে দেশের অর্থনীতির গতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রভাব বিস্তার করে। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হলে কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। এক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা উন্নয়নের বিপরীতে কাজ করে সেইসব প্রতিবন্ধকতাসমূহ দূর করা, নতুন নতুন ক্ষেত্র তৈরি, প্রযুক্তির ব্যবহার প্রভৃতিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হয়। বাংলাদেশের অর্থনীতি সম্ভাবনাময়। বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগতভাবে শক্তিশালী হয়েছে। স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। বদলে গেছে বাংলাদেশ।

আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি বিস্ময়। ৫০ বছরে দেশে জনসংখ্যা বেড়েছে। প্রয়োজন হয়েছে বিপুল খাদ্যের যোগান। কিন্তু খাদ্যাভাব ঘটেনি। বরং বিশ্বে খাদ্য উৎপাদনে সাফল্য দেখিয়েছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতা-উত্তর ১৯৭১ সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র ৮৮ ডলার। এখন সেখানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২২২৭ মার্কিন ডলারে এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০১৯-২০ সালে ৭২ দশমিক ৬ বছর (বাজেট বক্তৃতায় দেওয়া তথ্যানুসারে)। বেড়েছে জীবনযাত্রার মান। যদিও সাম্প্রতিক সময়ে করোনা বিশ্বের অন্যান্য দেশের মতোই সেই ধারায় কিছুটা পরিবর্তন এনেছে। কিন্তু এই মহামারীর সময়েও দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এশিয়ার পরাশক্তি প্রতিবেশি ভারত, চীন, জাপান দ্রুত এগিয়ে চলেছে। সেই সাথে বাংলাদেশের উন্নতিও ঘটছে দ্রুতগতিতে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ প্রায় শূন্য অবস্থা থেকে শুরু করে তার অগ্রযাত্রা। তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করতেও ছাড়েনি বিদেশিরা। আজ সেই তলা পূর্ণ হয়েছে। নানা প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে আজ দেশ বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় এখন পাকিস্তানের মাথাপিছু আয়ের চেয়েও অনেক বেশি।

উন্নত দেশের কাতারে যাওয়ার অংশ হিসেবে দেশে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। অচিরেই সেসব পুরোপুরি বাস্তবায়ন হবে। সাফল্যের তালিকা আজ দীর্ঘ। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে শিক্ষা, চিকিৎসা, খাদ্য নিরাপত্তা, বাসস্থান প্রভৃতি খাতেও প্রায় সমানভাবে উন্নয়ন ঘটেছে। পদ্মা সেতু নির্মাণ করা, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া, উপবৃত্তি প্রদান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত দোরগোড়ায় স্বাস্থ্য সেবা, সমুদ্র সীমানা বিজয়, বয়স্ক ও বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদান, রাস্তাঘাট তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, মেট্রোরেলের স্বপ্নপূরণ (নির্মাণাধীন), মেরিন ড্রাইভ নির্মাণ, গৃহহীনদের ঘর বরাদ্দ দেওয়া, মডেল মসজিদ নির্মাণ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি আরও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আজ দৃশ্যমান। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে এবং অপুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্যের অগ্রগতি হয়েছে। কৃষিভিত্তিক দেশ এখন কৃষি ও শিল্পে একসাথে এগিয়ে চলেছে। বাংলাদেশের পোশাক শিল্পে লাখ লাখ মানুষের কর্মসংস্থান, বৈদেশিক বাণিজ্য তথা অর্থনীতির ভিত শক্তিশালী করছে। যে দেশ একসময় বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে খাটো করে দেখেছে, তারাও আজ স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ২০১৯ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিচার্স (সিইবিআর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ২০৩৩ সালে অর্থনীতিতে মালয়েশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার মতো দেশকেও ছাড়াবো আমরা।    

এখন বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশকে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পৌঁছে দেওয়া। চতুর্থ শিল্প বিপ্লবের ধারায় তাল মেলাতে বাংলাদেশও প্রস্তুত। খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশে প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে। এক তথ্যে দেখা যায়, বাংলাদেশে এখন প্রতি বছর চার কোটি মেট্রিক টন দানাদার খাদ্য উৎপাদন হচ্ছে। এর মধ্যে প্রধানত চাল, গম ও ভুট্টা। এর বাইরেও দানাদার খাদ্য উৎপাদিত হচ্ছে। ১৯৭২ সালের শুরুতে উৎপাদনের এ পরিমাণ ছিল ১ কোটি ১৮ লাখ মেট্রিক টন। ৫০ বছরে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে তিন গুণেরও বেশি। গমের উৎপাদন দ্বিগুণ হয়েছে। সবজি উৎপাদন বেড়েছে পাঁচগুণ। তলাবিহীন ঝুড়ি থেকে মাঝারি আয়ের দেশে উন্নতি হওয়া আমাদের দেশ নতুন এক সাফল্য স্পর্শ করেছে। পাকিস্তানীদের শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি পেয়ে দেশে বিভিন্নভাবে রাজনৈতিক পালাবদল ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে গণতন্ত্র বিদায় নেয়। দেশে গণতান্ত্রিক ধারা ফিরতে বহু বছর সময় নেয়। আন্দোলন হয়, রক্ত ঝরে। সে আরেক ইতিহাস। এরপর থেকে দেশ ক্রমোন্নতির দিকে ধাবিত হয়েছে। 

এদেশের অর্থনীতি হবে একসময় এশিয়ান টাইগার। দরিদ্র দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটেছে। ক্রমোন্নতির এই ধারায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। একথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ অবশ্যই উন্নত দেশে পরিণত হবে। একসময়ের তলাবিহীন এই ঝুড়ির তলা আজ মজবুত। আমরাও করতে পারি, তার সবচেয়ে বড় উদাহরণ হলো পদ্মা সেতু। বাইরের দেশ যখন মুখ ফিরিয়ে নিল, তখনো বাংলাদেশ হাল ছাড়েনি। হাতে হাত রেখে পদ্মা সেতু তৈরিতে লেগে গেল। যারা এতদিন হবে না , সম্ভব না বলে মুখ ফিরিয়ে হাসছিল তারা অবাক হয়ে লক্ষ করল যে কাজ শুরু হয়ে গেছে। আজ সে স্বপ্ন অনেকটাই বাস্তাবায়নের পথে। যোগাযোগ ব্যবস্থা্য় অভূতপূর্ব উন্নতি সাধন হবে এই পদ্মা সেতুর কাজ সমাপ্ত হলে। দুর্গম পাহাড়ী অঞ্চলেও সড়কেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। আমাদের ভুলে গেলে চলবে না, বাঙালি সেই জাতি যারা পাকিস্তানীদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা বীরদর্পে ঘোষণা করেছে। সেই জাতি এত সহজে হার মানবে না। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করে। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশের ঘামে ভেজা মানুষের হাত ধরে দেশ আমাদের অগ্রযাত্রার পথে হাঁটছে। আমরা আরো এগিয়ে যাব একথাও নিশ্চিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা অবশ্যই একদিন পূরণ হবে।

বাংলাদেশের প্রধান সম্পদের মধ্যে রয়েছে জনশক্তি। এক্ষেত্রে চীন বড় একটি উদাহরণ। বিশাল জনশক্তি নিয়েও চীন আজ অর্থনীতি, সামরিকসহ সবদিক থেকে উন্নত দেশ। ভারত তার জনশক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে। জনশক্তির সর্বোত্তম ব্যবহার করার জন্য জনগণকে দক্ষ করে গড়ে তোলা আবশ্যক। জনগণকে সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ উপায়। শিক্ষিত বেকারদের অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। ফ্রিল্যান্সিং করেও আজ দেশের বহু যুবক-যুবতী দেশের অর্থনীতিতে অবদান রাখছে। এভাবে চাকরির আশায় না ঘুরে তাদের যদি স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, তাহলে দেশের অর্থনীতির অগ্রগতি আরো ত্বরান্বিত হবে। তবে দুর্নীতির কারণে দেশের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এখন দুর্নীতি রোধ করার জন্য সরকারের যেমন দায় রয়েছে, তেমনি নাগরিক হিসেবে নিজেদেরও দায় আছে। কিন্তু আমরা কেউই নিজের ওপর দায় নিতে রাজি নই। কেবল ভোট দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। একজন নাগরিক হিসেবে যে দায়িত্ব রয়েছে তা পালন করলেই উন্নয়ন ত্বরান্বিত হবে। বাংলাদেশ একসময় বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম হবে। এ দেশ অর্থনীতি এবং অবকাঠামোতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। এদেশের জনগণের শ্রম ও ভালোবাসা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এ দেশ ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে, সন্দেহ নেই।

 

লেখক : সাংবাদিক

sopnil.roy@gmail.com

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads