• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সম্পাদকীয়

জন্মদিনের প্রত্যাশা

আপনি হবেন জাতির অভিভাবক

  • আজিজুল ইসলাম ভূঁইয়া
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশের প্রকৃতিতে আজ শরৎকাল। শরৎ মানেই কাশফুলের শুভ্রতা। প্রকৃতির এই আকাশছোঁয়া মাহেন্দ্রক্ষণে আজ জাতি সৌরভে-গৌরবে পালন করছে আপনার শুভ জন্মদিন। জাতির ইতিহাস পরিক্রমায় এটি এমন কোনো দীর্ঘ সময় নয় যেদিন আপনি স্বেচ্ছানির্বাসন থেকে অহংকার আর আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে পান্থপথের বিশাল জনসমুদ্রে, ঘোষণা করেছিলেন-রক্ত দিয়ে হলেও আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করবেন, বঙ্গবন্ধুর ‘অমল-ধবল’ স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করবেন।

আপনি কথা রেখেছেন। আপনার সফল ও চেতনাসমৃদ্ধ নেতৃত্বে, আপনার রূপকল্প ২১ বাস্তবায়নের মাধ্যমে আপনি শুধু বাংলাদেশের নেতৃত্বই নয়, আজ বিশ্বপরিক্রমায় একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে অভিসিক্ত। এই তো গেল সপ্তাহে আপনি যখন জাতিসংঘে গেলেন, আপনার শিরে সুশোভিত হলো আরো একটি গৌরবের শুভ্র পালক- ‘ক্রাউন জুয়েল-মুকুট মণি’।

’৭৫-এর ১৫ আগস্ট সমসাময়িক বিশ্বের গভীরতম ট্র্যাজেডির মধ্য দিয়ে জাতির পিতাকে যেদিন হত্যা করা হয়, সেদিন আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টে পাঠানো ঢাকার দূতাবাসের একটি গোপন মেসেজে বলা হয়েছিল, শেখ মুজিবের মৃত্যু এই নতুন দেশটিকে নেতৃত্বশূন্য করে দিয়েছে। আপনি আপনার সম্মোহিত কর্মকাণ্ডের মাধ্যমে একটি ‘তলাবিহীন ঝুড়ির’ দেশকে ইতোমধ্যেই মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার সোপানে নিয়ে গেছেন। বাংলাদেশ আজ সুবর্ণ রেখায় প্রতিস্থাপিত। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৃষ্ট নেতৃত্বশূন্যতা আপনি সঠিকভাবে পূরণ করেছেন। আপনি বিশ্ব নেতৃত্বেও প্রথম সারিতে আপনার স্থান সুপ্রতিষ্ঠিত করেছেন।

আপনার কাছে আজ জাতির আরেকটি প্রত্যাশা রয়েছে। বঙ্গবন্ধুর শাহাদতবরণের মধ্য দিয়ে জাতি নেতৃত্বশূন্য হওয়ার পাশাপাশি অভিভাবকহীনও হয়ে গেছে। বিশ্বসভায় কোনো জাতিকে শিরদাঁড়া উন্নত করে দাঁড়াতে হলে সে জাতির একজন আকাশছোঁয়া অভিভাবক থাকতে হয়।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে, দেশ-বিদেশের সফল রাষ্ট্রনায়ক হিসেবে আজ আপনাকেই সেই ঈপ্সিত অভিভাবকের পদটি পূরণ করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাকে হতে হবে পরম পূজনীয় অভিভাবক। আপনার জন্মদিনের এই পরম লগ্নে জাতির এটাই প্রত্যাশা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads