• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
টাকা ছাড়া মিলছে না এসএসসির প্রবেশপত্র!

ধনবাড়ী ম্যাপ

সংরক্ষিত ছবি

শিক্ষা

টাকা ছাড়া মিলছে না এসএসসির প্রবেশপত্র!

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০১৯

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে প্রবেশপত্র বাবদ ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ১২৫ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রবেশপত্র আটকে দেওয়া হচ্ছে বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান।

ভুক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, নিয়মবহির্ভূতভাবে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ১২৫ জন পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বাবদ জোর করে ৩০০ টাকা করে আদায় করছেন। টাকা ছাড়া কোনো পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। ফলে অসহায় ও গরিব পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফরম ফিলাপের সময় সব ধরনের টাকা নেওয়া হয়েছে। এখন পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়ার বিধান নেই। পরীক্ষার্থী জাহিদ হোসেন, তাসলিমা, তিথী, মো. শাকিল ও সামিউল ইসলামসহ অনেকে জানান, গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে প্রবেশপত্র আনতে গেলে প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান- প্রবেশপত্র বাবদ নয়, মিলাদ ও মসজিদের চাঁদা বাবদ ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। প্রবেশপত্র দেওয়ার সময় এ ধরনের টাকা নেওয়ার বিধান আছে কি না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads