• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
টিকা নিশ্চিত না করে খুলছে না বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

ছবি: বাংলাদেশের খবর

শিক্ষা

টিকা নিশ্চিত না করে খুলছে না বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০২১

করোনাভাইরাসের টিকা নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন,  চীন থেকে আসা ৬ লাখ ডোজ করোনা টীকা অগ্রাধিকার ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়েরগুলো ও আবাসিক শিক্ষার্থীদের দেওয়া হবে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন কোমলমতি শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগেই সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব মোঃ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ হেলাল উদ্দিন এনডি, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কে.এম. রুহুল আমীন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ হুমায়ুন কবির, দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, ৭ নং ওয়ার্ড মেম্বার ও সমাজ সেবক মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads