• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শিক্ষা

পাসে সেরা ময়মনসিংহ, জিপিএ-৫ এ ঢাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০২১

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

পাশের হারে সব বোর্ডের মধ্যে সেরা ময়মনসিংহ। এই বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। তবে জিপিএ-৫ এ সেরা হয়েছে ঢাকা। এই বোর্ডে ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক নজরে জেনে নিন বিভিন্ন বোর্ডের পাশের হার-

  • ময়মনসিংহ : ৯৭ দশমিক ৫২ শতাংশ  
  • সিলেট : ৯৬ দশমিক ৭৮ শতাংশ
  • কুমিল্লা : ৯৬ দশমিক ২৭ শতাংশ
  • দিনাজপুর : ৯৪ দশমিক ৮০ শতাংশ
  • রাজশাহী : ৯৪ দশমিক ৭১ শতাংশ
  • ঢাকা : ৯৩ দশমিক ১৫ শতাংশ
  • যশোর : ৯৩ দশমিক ৯ শতাংশ
  • চট্টগ্রাম : ৯১ দশমিক ১২ শতাংশ
  • বরিশাল : ৯০ দশমিক ১৯ শতাংশ
  • মাদরাসা : ৯৩ দশমিক ২২ শতাংশ
  • কারিগরি : ৮৮ দশমিক ৪৯ শতাংশ
  • এক নজরে জেনে নিন বিভিন্ন বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হার-
  • ঢাকা : ৪৯ হাজার ৫৩০ জন
  • রাজশাহী : ২৭ হাজার ৯০৯ জন
  • যশোর : ১৬ হাজার ৪৬১ জন
  • কুমিল্লা : ১৪ হাজার ৬২৬ জন
  • চট্টগ্রাম : ১২ হাজার ৭৯১ জন
  • বরিশাল : ১০ হাজার ২১৯ জন
  • ময়মনসিংহ : ১০ হাজার ৫২ জন
  • সিলেট : ৪ হাজার ৮৩৪ জন
  • মাদরাসা : ১৪ হাজার ৩১৩ জন
  • কারিগরি : ৫ হাজার ১৮৭ জন

প্রসঙ্গত, এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। তবে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads