• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শিক্ষা

যশোর বোর্ডএ পাসের হার ৮৩.৯৫ শতাংশ কমেছে পাশের হার, কমেছে জিপিএ-৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২৩

শহিদ জয়, যশোর প্রতিনিধি:
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার গতবারের চেয়ে কমেছে। এবার কমেছে জিপিএ প্রাপ্তির হারও। যশোর বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় হার ৮৩. ৯৫ শতাংশ। গতবার ছিল ৯৮. ১১ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন, কত বছর পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন।
আজ বুধবার দুপুরে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত সমীর কুমার কুন্ডু প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। এই বোর্ডে এবার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ১ লাখ ৯৪০ শিক্ষার্থী। খুলনা বিভাগের দশটি জেলার ৫৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২৮ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৯৮ হাজার ২৬৯। পরীক্ষায় পাস করে ৮২ হাজার ৫০১ জন।
এ বছর শতভাগ পাস করেছে ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এবং শতভাগ ফেল ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান। পাশের হার শূন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে কুষ্টিয়ার গোড়াপাড়া হাজী নুর ইসলাম কলেজ, এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় পাঁচজন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাহাতুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ছয় জন শিক্ষার্থী, যশোরের কেশবপুর উপজেলার সাউথ বেঙ্গল কলেজ থেকে অংশ নিয়েছিল তিনজন, মাগুরার রাওতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় দুইজন, নড়াইলের গোবরা মহিলা কলেজ থেকে অংশ নেয় দুইজন এবং মাগুরার শিবরামপুর স্কুল এন্ড কলেজ থেকে একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
গতবারের তুলনায় এ বছর পাশের হার কম হওয়ার কারণ হিসেবে সমীর কুমার কুন্ডু বলেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেশ কম, গতবার মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এবার আইসিটি বাদে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে। চলতি বছরের ফলাফলে সন্তোষ প্রকাশ করে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে আনন্দের সংবাদ এবার কোনও শিক্ষার্থীর ফলাফল উইথহেল্ড নেই।
যশোর শিক্ষা বোর্ডে গতবারের মতো এবারও ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৮ হাজার ৮৬ জন, পাস করেছে ৪১ হাজার ৬৮০ পাশের হার ৮৬ দশমিক ৬৮। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮৯ জন। অপরদিকে, ৫০ হাজার ১৮৩ জনের মধ্যে পাস করেছে ৪০ হাজার ৮২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮০১৪ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads