খুলনা প্রতিনিধি :
খুলনা বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিআরটিএ’র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয় । বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক (ইঞ্জি) মো. মাসুদ আলম ও প্রধান আলোচক ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ আলী। খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ এর সভাপতিত্বে এবং বিআরটিএ’র মটরযান পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. অনিন্দ্য কুমার সাহা, পুলিশ পরিদর্শক জনাব জহিরুল ইসলাম এবং খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং ইন্সটেক্টর মিলন কুমার পাল।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি গাড়ী চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণের বিভিন্ন সুফল গুলো প্রতিফলিত হলে তবেই এই প্রশিক্ষণ কর্মশালা স্বার্থক হবে মর্মে আলোচনা করেন। প্রধান আলোচক সকলকে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর পূর্বে গাড়ীটিকে সঠিক ভাবে পরীক্ষা-নিরিক্ষা করে রাস্তায় বের করার আহবান জানান। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় তিন শতাধিক পেশাদার চালক অংশগ্রহন করেন।