• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জার্মানিতে দুই শিশা বারে বন্দুকধারীর গুলি, নিহত ৮

সংগৃহীত ছবি

ইউরোপ

জার্মানিতে দুই শিশা বারে বন্দুকধারীর গুলি, নিহত ৮

  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হ্যানাউ শহরে দুইটি শিশা বারে বন্দুকধারীদের গুলি চালানোর আলাদা ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রাত দশটা এবং বাংলাদেশ সময় রাত তিনটার দিকে বন্দুকধারীদের এই নির্বিচার হামলা শুরু হয়। 

প্রথম ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলের একটি বারে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে শহরতলীতে।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীরা পালিয়ে গেছে। তাদেরকে খোঁজা হচ্ছে এখন। দুটি এলাকাতেই পুলিশের হেলিকপ্টার টহল দিচ্ছে এখন।

দুটি হামলার জন্যই একই হামলাকারীদের সন্দেহ করা হচ্ছে।

প্রথম বারটিতে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করার পর হামলাকারীরা অ্যারেনা বার অ্যান্ড ক্যাফেতে গিয়ে আরো ৫ জনকে হত্যা করে বলে একটি আঞ্চলিক সম্প্রচার সংস্থা জানাচ্ছে।

এসব হামলার পর একটি কালো রঙের গাড়ি ঘটনাস্থল ত্যাগ করে। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলছে পুলিশ।

হেসেন অঙ্গরাজ্যের একটি শহর এই হ্যানাউ। শহরটি ফ্র্যাঙ্কফুর্টের পূর্ব দিকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

চারদিন আগে বার্লিনে একটি তুর্কি কমেডি শোয়ের ভেন্যুর কাছে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। বন্দুকধারীদের ওই হামলাতে একজনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads