• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ইউরোপ

একসঙ্গে ছয় ডোজ ভ্যাকসিন দেওয়া হলো নারীকে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মে ২০২১

ইতালিতে ২৩ বছর বয়সী এক নারীকে ভুল করে ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের ছয় ডোজ একসাথে দেওয়া হয়েছে। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও ওষুধের প্রতিকূল প্রতিক্রিয়ার আশঙ্কায় তাকে এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে।

সোমবার (১০ মে) এখবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

হাসপাতালের মুখপাত্র ড্যানিয়েলা জিয়ানেলি বলেন, এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত চালানো হচ্ছে। এটি সম্ভবত স্রেফ মানবিক ত্রুটি ছিল, অবশ্যই উদ্দেশ্যমূলক নয়।

প্রতিবেদনে বলা হয়, রবিবার মধ্য ইতালির তাসকানির নোয়া হাসপাতালে এই মহিলাকে টিকা দেওয়া হয়। একজন স্বাস্থ্যকর্মী দুর্ঘটনাক্রমে মোট ছয়টি ডোজ পরিমাণ ভ্যাকসিন বিশিষ্ট একটি বোতলের পুরোটাই সিরিঞ্জে ভরেন এবং ঐ নারীর দেহে তা প্রয়োগ করেন। প্রয়োগের পরপরই স্বাস্থ্যকর্মী নিজের ভুল বুঝতে পারেন। পরে এই রোগীনিকে হাসপাতালেই কঠোর পর্যবেক্ষণে রাখা হয় ২৪ ঘন্টা। এরপর তাকে ছাড়পত্র দিলেও পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads