• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রঞ্জিতা’য় শিশুদের বাহারী পোশাক

ছবি ও পোশাক : রঞ্জিতা

ফ্যাশন

রঞ্জিতা’য় শিশুদের বাহারী পোশাক

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০২১

ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। তাই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনযাপনেও আসে পরিবর্তন। পরিবর্তন আসে পোশাকেও। পোশাক হচ্ছে শিল্পীর ক্যানভাস। মানুষের রুচিবোধ ফুটে উঠে পোশাকে। এদেশের মানুষের কাছে এখন ঋতুভিত্তিক পোশাক বেশ জনপ্রিয়। দিন যত গড়াচ্ছে মানুষ তত ফ্যাশন সচেতন হচ্ছে। দেশীয় পোশাকের দিকে আগ্রহ বাড়ছে ক্রেতাদেরও। বাড়ছে ফ্যাশন হাউসের সংখ্যাও। আউটলেটের পাশাপাশি প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে অনলাইন শপও। তাই যখন—তখন ইচ্ছে হলেই যুগোপযোগী পোশাকে নিজেকে যাচ্ছে সাজানো।

সূর্যের তেজ একটু একটু কমতে থাকার কাল এসেছে। গরম এবং হালকা ঠাণ্ডা মিলিয়ে সৃষ্টি করেছে অন্যরকম এক আবহাওয়া। আর এই সময়টায় সবচেয়ে বেশি সমস্যা পোশাক নির্বাচনে। বিশেষ করে শিশুদের। আবহাওয়া ও শিশুর আরামের দিকে খেয়াল রেখে হেমন্তের পোশাকের কাপড় এবং ডিজাইন বেছে নিতে পারেন। যেমন সুতি কাপড়ের ফুল সিস্নভ পোশাক। শিশুদের গেঞ্জি সেট কিংবা ফ্রক সেট। বেছে নিতে পারেন একটু লং ফ্রকও। গেঞ্জিতে হালকা ডিজাইন দিয়ে ডিফারেন্ট লুক আনা গেঞ্জিও বেছে নিতে পারেন। এছাড়া ফতুয়া বা ছোটদের কামিজে এন্ডিসিল্ক কাপড়কে প্রাধান্য দিতে পারেন।
 
চলছে হেমন্তকাল। হেমন্তের কথা মাথায় রেখে অনলাইন শপ রঞ্জিতা নিয়ে এসেছে নতুন জিজাইনের শিশুদের পোশাক। প্রতিটি পোশাকে রঞ্জিতা নিয়ে এসেছে নতুনত্ব। রঞ্জিতা’র ডিজাইনকৃত শিশুদের পোশাকের ডিজাইন নিয়ে কর্ণধার শেখ ফারহা সুলতানা সোহান বলেন, রঞ্জিতা মূলত কাস্টমাইজ পোশাকের কাজ করে। তাই পোশাকের ডিজাইনের ক্ষেত্রে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। তবে চেষ্টা থাকে হাল ফ্যাশনের সাথে আরামের দিকটি অক্ষুণ্ণ রাখতে।

সুতোর বাঁধন এবং রঙের খেলা এই দুইয়ের মেলবন্ধনের ফসল টাইডাই। তাই পোষাকের নকশায় প্রাধান্য পেয়েছে শিবুরি, ফুল বাঁধন, ডোরা বাঁধন, ঝর্ণা কিংবা চুন্দ্রি। ডিজাইনার শেখ ফারহা সুলতানা সোহান বলেন, টাইডাই মূলত সুতি কাপড়ে সবচেয়ে বেশি করা হয়। তাই প্রচন্ড গরমের সময়ের আরামদায়ক পোশাকের শীর্ষে টাইডাই। এছাড়া হালকা ঠান্ডায় ফুল স্লিভ পোশাক কিংবা প্রচন্ড ঠান্ডায় গরম কাপড়ের নিচে নরম সুতি কাপড়ের পোশাক পরালে বাচ্চারা খুব স্বস্তিবোধ করে। সেদিক বিবেচনায় সব ঋতুতেই টাইডাইয়ের পোশাক বেশ আরামদায়ক।

ঋতুভেদে পোশাকের রং নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত শীতকালে লাল, হলুদ, উজ্জ্বল সবুজ কিংবা নীল রং। গরমকালে হালকা গোলাপি, নীল রং। বর্ষাকালে হালকা কাপড়ের গাঢ় রং। বসন্তে গোলাপি, হলুদ, আকাশী কিংবা হালকা সবুজ রংয়ের ব্যবহৃত পোশাক নিয়ে হাজির হয় অনলাইন শপ রঞ্জিতা।

অনলাইন শপ রঞ্জিতা টাইডাইয়ের পোশাকে সুতি কাপড়কে প্রাধান্য দিয়ে থাকে। এছাড়া ক্রেতার চাহিদা এবং পণ্যের গুণগত মান বিবেচনায় বেক্সি ভয়েল, সুতি মসলিন এবং অরবিট ভয়েলেও কাজ করে থাকেন। পোশাকে রঙের ক্ষেত্রে রঞ্জিতা রয়াল ব্লু কে প্রাধান্য দিয়ে থাকে। এছাড়া শিশুদের কথা বিবেচনা করে লাল, হলুদ, সবুজ, কমলা, টিয়া, বেগুনি রঙকে প্রাধান্য দেয়।
রঞ্জিতা’য় শিশুদের সব ধরনের পোশাকই তৈরি হয়। এরমধ্যে মেয়ে শিশুদের জন্য ফ্রক, স্কার্ট, থ্রি—পিস; ছেলে শিশুদের জন্য ফতুয়া, পাঞ্জাবি রয়েছে। এছাড়াও রয়েছে নবজাতকের নিমা।

যেমন দরদাম
শিশুর বয়স ও কাস্টমাইজ কাজের উপর নির্ভর করে শিশুদের পোশাকের দামে রয়েছে ভিন্নতা। ১৫০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে রঞ্জিতার শিশুদের পোশাক পেতে পারেন।

যেথায় পাবেন
রঞ্জিতা একটি অনলাইন শপ। ফেসবুক পেজ রঞ্জিতা’র মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন। রঞ্জিতার ডিজাইনকৃত শিশুদের বাহারী পোশাক পেতে ঢুঁ মেরে আসতে পারেন রঞ্জিতার ফেসবুক পেজ : www.facebook.com/ ranjita230620-তে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads