• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

পোশাক ও ছবি : বিশ্বরঙ

ফ্যাশন

ফ্যাশনে হুডি-সোয়েটশার্ট

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০২১

হেমন্তের প্রকৃতিতে শীতের হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে কড়া রোদের দেখা মিললেও পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে নেমে আসে শীতল অনুভব। কুয়াশার চাদরে সকাল বা সন্ধ্যায় গ্রাম ঢেকে গেলেও ইট-পাথরের নগরীতে নেই শীতের তেমন আমেজ। তবু সন্ধ্যা বা ভোরের আবহ মনে করিয়ে দিচ্ছে গরম কাপড়ের কথা।

গরম কাপড় বলতে অনেক কিছুকেই ইঙ্গিত করে। কিন্তু ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের চাই ফ্যাশনেবল পোশাকআশাক। আধুনিক তারুণ্যের ফ্যাশনেবল পছন্দের পোশাকের মধ্যে কদর রয়েছে হুড ও সোয়েটশার্টে। শার্ট, গেঞ্জি (মেগি, ফুলহাতা), সোয়েটার, জ্যাকেটের সাথে হুডিকে ফ্যাশনেবল হিসেবে তরুণরা প্রাধান্য দিচ্ছে বলে মনে করেন ফ্যাশন ডিজাইনাররা।

ডিজাইনার সৌমিক দাস বলেন, হুডি মানেই টু ইন ওয়ান এবং ফ্যাশনেবল একটি পোশাক। এখন শার্টের সঙ্গে টুপি হিসেবে হুডি ব্যবহূত হচ্ছে। ইচ্ছা হলেই হুডি খুলে রাখা যায়। এটি দেখতেও খারাপ লাগে না। ফলে তরুণ প্রজন্মের কাছে হুডি টি-শার্টও ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে।

হুড শব্দটি এংলো স্যাক্সন শব্দ হুড থেকে এসেছে। ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গুদামে শ্রমিকদের জন্য হুডযুক্ত সোয়েটশার্ট উদ্বোধন করা হয়েছিল। এরপর ১৯৯০ সাল থেকে হুডি জনপ্রিয় হয়ে উঠে এবং ব্যবহারে প্রবেশ করে।

একটা সময় শুধু জ্যাকেটে হুডি ব্যবহার করা হতো। কিন্তু এখন ছেলেদের ফুলস্লিভ হুডি টি-শার্ট, হুডি শার্ট, হুডি জ্যাকেট, হুডি সোয়েটার, ব্রকলাইন হুডি সোয়েটার, স্লিভলেস হুডি, ব্যাটম্যান হুডিসহ নানা ধরনের পোশাকে হুড দেখা যাচ্ছে।

এখনকার হুডিগুলোতে পেছনের টুপি খুলে রাখা যায় বলে দিনের বেলায় শীত কম থাকলে বাড়তি টুপিটাও খুলে রাখা যায় বলেও এই পোশাকে তরুণরা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। সবদিক বিবেচনা করে হুডি এখন তরুণদের কাছে জনপ্রিয় ট্রেন্ডি পোশাক হয়ে উঠেছে।

কান ও মাথা ঢাকার জন্য এক সময় মাফলারের কদর থাকলেও বাড়তি ঝামেলাকে এড়িযে যেতে হুডিওয়ালা পোশাককেই প্রাধান্য দিচ্ছেন বলে জানান ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী সাইফুল্লাহ বায়েজীদ। ফ্যাশন হিসেবে বেশিরভাগ মানুষই মাফলারকে স্টাইল হিসেবে গলায় বাঁধছেন।

হুডির সাথে হেমন্তের হালকা হাওয়ায় কদর বেড়েছে সোয়েটশার্টের। ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে পরছেন হুডি ও সোয়েটশার্ট।

সামারস লাইফস্টাইলের কর্ণধার সোহরাব হোসাইন (আরমান) বলেন, অনেকের পছন্দের ঋতু শীত। পোশাকে শীত নিবারণের পাশাপাশি নিজেকে স্টাইলিশ হিসেবে তুলে ধরতে মোটা কাপড়ের উপরে অনন্য কিছু নকশাকে প্রাধান্য দিয়েছি। শীতের তাপমাত্রা ও ক্রেতার পছন্দ মাথায় রেখে কমফোর্টেবল কেনিট টেরি কাপড় ও কেনিট ফিলিপস কাপড় পোশাকে ব্যবহার করেছি। এক সাইডে ব্লাশ করা এই কাপড়ের মূল বৈশিষ্ট্য শরীরকে উষ্ণ রাখা। সোয়েটশার্ট ও হুডির নকশায় সিম্পল মোটিফে গর্জিয়াস লুক নিয়ে আসতে চেষ্টা করেছি।

রঙের ক্ষেত্রে সামারস লাইফস্টাইলের পোশাকে কালো, নীল ও অ্যাশকে প্রাধান্য দিয়েছেন। ডিজাইনার সোহরাব হোসাইন (আরমান) বলেন, শরীর উষ্ণ রাখার পাশাপাশি এই রঙগুলো স্টাইলিশ একটা লুক নিয়ে আসে বলে ক্রেতাদের পছন্দ ফ্যাশনেবল হিসেবে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।

এছাড়া লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি রংগুলোর আধিপত্য চোখে পড়বে ফ্যাশন হাউসগুলোতে। টি-শার্ট হুডি থেকে শুরু করে টু ইন ওয়ান হুডি, কটি হুডি এমনকি টপস স্টাইলের হুডিরও দেখা মিলবে ফ্যাশন হাউসগুলোতে। এগুলোর মধ্যে স্ক্রিন প্রিন্ট, টাইডাই, এমব্রয়ডারির কাজও রয়েছে।

ডিজাইনার বিপ্লব সাহা জানান, ছেলেদের হুডির রং হিসেবে কালো, বাদামি, কফি, অফ হোয়াইট, নেভি ব্লুর মতো রংগুলোকে প্রাধান্য দিতে পারেন। কাপড় হিসেবে লেদার, গ্যাবার্ডিন, কড, নিট, ডেনিম বেছে নিতে পারেন।

নকশা, মোটিফ ও ডিজাইনে ইউনিকের পাশাপাশি নকশার সঙ্গে রঙের সমন্বয়ের কারণে সামারসের পোশাকের বিশেষত্ব বলে মনে করেন সোহরাব হোসাইন আরমান।

যেখানে পাবেন হুডি : দেশীয় প্রায় সব ফ্যাশন হাউসেই এখন হুডি পাবেন। ঘরে বসে সামারস লাইফস্টাইলের পোশাক পেতে ভিজিট করতে পারেন ওয়েবসাইট samars.com.bd ও ফেসবুক পেজ samarslifestyle। এছাড়া দারাজ বাংলাদেশের সামারসের শপ থেকেও কিনতে পারেন পছন্দের পোশাক।

হুডির দরদাম : ব্র্যান্ডের হুডিগুলোর দাম পড়বে ৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। আর নিউমার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেটে হুডির দাম পড়বে ৩০০ থেকে ৫০০ টাকা।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads