• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

ফ্যাশন

দেশীদশ ঈদ ফ্যাশন শো ২০২২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২২

দেশের অন্যতম দশটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। বছরের সবচেয়ে বড় উৎসব রোজা’র ঈদ। করোনা মহামারীর প্রকোপ কমে যাওয়ায় প্রায় ২ বছর পর ঈদ মৌসুম বেশ উৎসবমুখর এখন। এ সময়কে উপলক্ষ্য করে দেশীদশ তাদের ঈদ অয়োজন নিয়ে গত ৭ এপ্রিল ঢাকা ক্লাবে আয়োজন করেছিল ঈদ ফ্যাশন শো। ফ্যাশন শো’তে দেশীদশ এর সদস্য প্রতিষ্ঠান নিপুন, কে ক্রাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো,  বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি তাঁদের ঈদ আয়োজন ১০টি ফ্যাশন কিউতে নান্দনিকভাবে উপস্থাপন করেন। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে দেশের শীর্ষস্থানীয় র‌্যাম্প মডেলরা দেশীদশের ঈদ সংগ্রহ তুলে ধরেন।

শুধুমাত্র আমন্ত্রিত অতিথি-মিডিয়া কর্মীদের জন্যে আয়োজিত এই মনোজ্ঞ ফ্যাশন শো’তে উপস্থিত ছিলেন দেশীদশ এর দশটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও। দেশীদশ এর উদ্যোক্তারা ফ্যাশনপ্রেমীদের চাহিদা মেটাতে দেশীয় ফ্যাশন শিল্পের উন্নয়ন ও ঐতিহ্য সমুন্নত রাখার মানসে একসাথে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads