• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এক্সাম ফোবিয়া ও ডিপ্রেশন থেকে মুক্তি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য

এক্সাম ফোবিয়া ও ডিপ্রেশন থেকে মুক্তি

  • প্রকাশিত ০৬ মে ২০২১

অধ্যাপক ডা. তাজুল ইসলাম

প্রশ্ন : স্যার আমি মেডিকেলের ৩য় বর্ষের ছাত্রী। মেডিকেলে ইতোমধ্যে ১ বছর লস করেছি। স্যার আমি কোনোভাবেই আমার প্রতিদিনের পড়ার আইটেমগুলো ক্লিয়ার করতে পারি না। আমি পড়ে যাচ্ছি; কিন্তু আমি আইটেম দিতে গিয়ে কিছুই বলতে পারি না, ভুলে যাই। আমি পড়াশোনা করে গিয়ে পরীক্ষা দিতে গেলেও ভুলে যাই বলে টিচাররা মনে করেন আমি মিথ্যে বলছি, আমি নাকি পড়ে যাইনি। ইতোমধ্যে আমি ফ্রেন্ডদের থেকে ১ বছর পিছিয়ে গেছি। তারপরও দিনদিন পিছিয়ে যাচ্ছি। এসব কারণে আমি অনেক ডিপ্রেশনে আছি। আমার পড়াশোনা ভালো লাগে না। আমার কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। সবকিছুতেই বিরক্ত, রাগ লাগে। দিনের পর দিন রাতে ঘুমাতে পারি না, মাঝে মাঝে মনে হয় আমি মরে যাই। স্যার আমি কি করব? আমাকে একটু হেল্প করুন স্যার।

উত্তর : তুমি যে সমস্যায় ভুগছ, সেটি অনেক ছাত্রছাত্রীরও সমস্যা। বিশেষ করে মেডিকেলের অনেক ছাত্রছাত্রী এরকম সমস্যায় পড়ে পিছিয়ে যায়, এমনকি আত্মহত্যার মতন ভয়াবহ পথ বেছে নেয়। মনে রাখবে, প্রতিটি ছাত্রছাত্রী পরীক্ষার আগে (তোমার আইটেম পরীক্ষা) চাপে থাকে, টেনশনে ভোগে। এটি সার্বজনীন। চাপ থাকে বলেই আমরা পড়াশোনা আরো মনোযোগের সঙ্গে করি, আরো সিরিয়াস হয়ে পড়াশোনা করি। এ কারণে প্রিপারেশন ভালো হয়, রেজাল্টও ভালো হয়। কিন্তু যদি ঐ চাপ মাত্রাতিরিক্ত হয়, টেনশন অতিরিক্ত হয় তখন আমরা অস্থির হয়ে পড়ি। সেই সাথে উদ্বেগ বাড়ে, মনোযোগ কমে যায়, বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা দেয়। এ ছাড়া পরীক্ষার হলে কিছু মনে পড়ে না, সব ভুলে যায়। অনেকে এ কারণে পরীক্ষা দিতে ভয় পায় ও পরীক্ষা দেয় না (এক্সাম ফোবিয়া)। এই এক্সাম ফোবিয়া নিয়ে আমার একটি ভিডিও আছে, দেখে নিলে ভালো হবে। যাহোক, এই যে কম চাপে পড়াশোনা ভালো হয় একে বলা হয় ‘ফ্যাসিলিটিং’। আর বেশি চাপে যে সব গুবলেট হয়ে যায় সেটিকে বলা হয় ‘ডেবিলিটিটিং’ পর্যায়। এই অতিরিক্ত চাপের নানা কারণ রয়েছে, যা এখানে বলা সম্ভব নয়। তবে যাদের ইমোশনালিটি বেশি তাদের ব্রেইন চাপের মুখে বেশি উত্তেজিত হয়ে পড়ে। এরা নেতিবাচক চিন্তা বেশি করে। যেমন প্রিপারেশন ভালো হয়নি, গ্রেড না জানি কেমন হয়, অন্যরা ভালো করে, আমি পারি না, আমার সক্ষমতা কম ইত্যাদি। এ ছাড়া চাপের মুখে তাদের মনোযোগ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে পড়াশোনা করতে চায় বেশি বেশি, অন্যদিকে পারব না, ভুলে যাব, ফেল করলে সবার কাছে ছোট হয়ে যাব ইত্যাদি নানা রকমের কুচিন্তায় মন ভরে থাকে। একে বলে ‘ডিস্ট্রাকশন থিওরি’।

যাহোক, তুমি পড়াশোনাকে ভয় না পেয়ে একে ভালোবাসতে শেখো। পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা না করে, জানার জন্য, বোঝার জন্য, আনন্দের জন্য পড়াশোনা করো। হাঁটতে, ঘুরতে বের হও, কিছুটা বিনোদনে সময় দাও, রিলাক্স হও। এত সিরিয়াস হওয়ার কিছু নেই। অতিরিক্ত চাপ নেবে না। শিক্ষকদের সঙ্গে কথা বলো, তাদের সহায়তা ও পরামর্শ নাও। নিজে প্রশ্ন তৈরি করে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো, প্রয়োজনে মাত্র একটি লাইন মনোযোগ দিয়ে পড়ে আবার উচ্চস্বরে তা নিজকে শোনাও। কারো সঙ্গে নিজকে তুলনা করবে না, অন্যদের চেয়ে তুমি অনেক মেধাবী না হলেও কারো চেয়ে কম নও, কেউ তোমার চেয়ে বেশি মেধাবী তেমন ভাবনা বন্ধ করো। তুমি যেহেতু এখন ডিপ্রেশনে ভুগছ, তোমাকে মনোচিকিৎসক থেকে চিকিৎসা নিতে হবে। কাউন্সেলিং নিতে হবে।

 লেখক : আধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল

শেরেবাংলা নগর, ঢাকা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads