• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রাস উৎসবে যেতে ৮ নৌপথ নির্ধারণ

রাস উৎসব

ফাইল ছবি

ইতিহাস-ঐতিহ্য

রাস উৎসবে যেতে ৮ নৌপথ নির্ধারণ

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৯

আগামী ১০ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলার চরে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এই রাস পূর্ণিমা পুণ্যস্নানে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপদে যাতায়াতে জন্য সুন্দরবন বন বিভাগ ৮টি নৌপথ নির্ধারণ করেছে। সুন্দরবনে চোরা শিকারী ও কাঠ পাচারকারীদের ঠেকাতে এসব নৌপথ দিয়ে ১০ নভেম্বর ভোর থেকে বন বিভাগ, পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডের পাহারায় পূর্ণার্থীরা বন বিভাগের নির্ধারিত রাজস্ব দিয়ে বৈধ পাশ-পারমিট নিয়ে দুবলার চরে রাস উৎসবে যেতে পারবেন। এবারই প্রথম সুন্দরবনে রাস উৎসব চলাকালে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পূর্ণার্থী ছাড়া অন্য কাউকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেয়া বন্ধ রাখা হচ্ছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবনের রাস উৎসবে যেতে অনুমোদিত ৮টি নৌরুট হলো, ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোন আইল্যান্ড হয়ে দুবলার চর। বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর। শরণখোলা স্টেশন-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর। বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী-পাটকোস্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। কদমতলা থেকে ইছামতি নদী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগা দোবেকী হয়ে দুবলার চর। কৈখালী স্টেশন হয়ে মাদার গাং, খোপড়াখালী ভারানী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগাদোবেকী হয়ে দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর ও নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর।

সুন্দরবন বিভাগ জানায়, রাস উৎসবের পূর্ণার্থী ও দর্শনার্থী নির্ধারিত রুটের পছন্দ মতো একটি মাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন এবং দিনে চলাচল করতে পারবেন। সুন্দরবন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও পূর্ণার্থী ও দর্শনার্থীদের নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙ্গর করা যাবেনা। প্রতিটি নৌকা, লঞ্চ বা ট্রলারে গায়ে রং দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত সনদ সঙ্গে রাখতে হবে। পরিবেশ দূষণ করে এমন সব বস্তু, শব্দযন্ত্র বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য, দেশীয় যে কোনো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র বহন থেকে যাত্রীদের বিরত থাকতে হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন এই ৩ দিন সব সময় টোকেন ও টিকিট নিজের সাথে রাখতে হবে। প্রতিটি নৌকা, লঞ্চ বা ট্রলারকে রাস উৎসব প্রাঙ্গণে এস কন্ট্রোল রুমে বাধ্যতামুলক ভাবে রিপোর্ট করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads