• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

হকি

বিদায় বাংলাদেশের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

যুব অলিম্পিক হকির বাছাই পর্বের সেমিফাইনাল ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হতে হয়েছে বাংলাদেশকে। গতকাল বিকাল ৪টায় শুরু হওয়া এ ম্যাচে ৯-২ গোলে জয় পায় ভারত। এই জয়ে চলতি বছরের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের যুব অলিম্পিকের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয়রা। শিভাম আনান্দের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে দারুণ এ জয় পায় ভারতীয়রা। আর হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে লাল-সবুজদের।

থাইল্যান্ডের ব্যাংককে চলতি ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিন জয়, এক ড্র ও এক হার নিয়ে শেষ চারে উঠেছিল বাংলাদেশ দল। ফাইনালে নাম লেখাতে পারলেই মূল পর্বে খেলার সুযোগ ছিল সবুজ-মহসিনদের সামনে। কিন্তু ভারতের সামনে কাল দাঁড়াতেই পারেনি গোপিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। প্রথম কোয়ার্টারে ৫ ও ৮ মিনিটে স্ট্রাইকার শিভাম আনান্দ টানা দুই গোল করে ভারতকে এগিয়ে নেন। দ্বিতীয় অর্ধে আরো এক গোলের দেখা পায় দলটি। এ গোলটি করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শিভাম। তবে শেষ কোয়ার্টারে বাংলাদেশ শিবিরকে বিধ্বস্ত করে রাজবাহার-প্রসাদরা। ২২ ও ২৪ মিনিটে দুটি করে গোল হজম করে বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজ শিবিরকে। শেষ দশ মিনিটে বাংলাদেশের জালে তারা গুনে গুনে ৬ বার বল পাঠায়। বাংলাদেশের হয়ে ব্যবধান ঘোচানো গোল দুটি করেন সোহানুর সবুজ। ২৩ ও ২৯তম মিনিটে গোল দুটি করেন তিনি। ভারতের হয়ে শিভাম আনান্দ চারটি, রাজবাহার দুটি, মানিন্দর সিং, প্রসাদ বিবেক ও মোহাম্মদ আলীসান একটি করে গোল করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads