• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মেরিনার্সকে হারাল মোহামেডান

আবাহনীর পর এবার মেরিনার্স ইয়াংসকেও হারাল সাদা-কালোরা

সংরক্ষিত ছবি

হকি

মেরিনার্সকে হারাল মোহামেডান

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

ঘরোয়া হকির সর্বোচ্চ মর্যাদার আসর প্রিমিয়ার ডিভিশন হকিতে নিজেদের নবম ম্যাচে শক্তিশালী আবাহনীকে হারিয়ে চমক দেখিয়েছিল ঢাকা মোহামেডান। আবাহনীর পর এবার মেরিনার্স ইয়াংসকেও হারাল সাদা-কালোরা। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঘটনাবহুল ম্যাচে শিরোপা প্রত্যাশীদের ৩-১ গোলে হারিয়েছে তারা। টানা দশ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ক্লাবপাড়ার দলটি। অন্যদিকে মেরিনার্স ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং এক ম্যাচ কম খেলা আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে জয় পায়নি কোনো দল। সাধারণ বীমা ও পুলিশ ক্লাবের মধ্যকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

গতকাল মোহামেডানের বিরুদ্ধে লিড নিয়েছিল মেরিনার্স। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে হাসান যুবায়ের নিলয়ের গোলে এগিয়ে যায় ক্লাব কাপ হকির রানার্স আপ দলটি। পুস্কর খিসা মিমোর ডান দিক থেকে বাড়ানো বলে হাসান যুবায়ের নিলয়ের হিট ঠিকানা খুঁজে পায় (১-০)। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মোহামেডান। খুব বেশি সময় অপেক্ষাও করতে হয়নি তাদের। দ্বিতীয়ার্ধের নবম মিনিটেই সমতা ফেরায় তারা। ভারতীয় স্ট্রাইকার অরবিন্দর ফাউলের শিকার হলে পেনাল্টি স্ট্রোক পায় সাদা-কালোরা। গুরজিন্দরের হিট জালে জড়ালে সমতার স্বস্তি ফেরে মোহামেডান শিবিরে (১-১)।

এরপর রেফারির এক সিদ্ধান্তে খেলা বন্ধ থাকে প্রায় আধাঘণ্টা। পিসি থেকে পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রায় আধাঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবারো শুরু হয় ম্যাচ। এর আগেও এক দফা বন্ধ হয়েছিল খেলা। শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে মোহামেডানের টানা দশম জয় নিশ্চিত করেন অরবিন্দর। দুটি গোলই শামস সিংয়ের পুশ রানা স্টপ করার পর নিখুঁত হিটে করেন ভারতের এই খেলোয়াড় (৩-১)।

এদিকে দুপুর ২টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে পুলিশ ক্লাবের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সাধারণ বীমাকে। ম্যাচের ১৫ ও ২৯ মিনিটে যোগা সিং ও আবদুল্লাহ মনসুরের গোলে ম্যাচে ২-০ গোলে লিড নেয় সাধারণ বীমা। পেনাল্টি কর্নার থেকেই আসে গোল দুটি। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে সোহেলের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে পুলিশ (২-১)। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নাদিমের গোলে সমতা ফিরিয়ে আনে পুলিশ ক্লাব (২-২)। ম্যাচের ৩৯ মিনিটে আবারো এগিয়ে যায় সাধারণ বীমা। বিসালের গোলে লিড পায় দলটি (৩-২)। তবে শেষ পর্যন্ত এ লিড তারা ধরে রাখতে পারেনি। পুলিশ ক্লাবের মাহফুজের গোলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সাধারণ বীমাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads