• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

সংগৃহীত ছবি

ভারত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২১

জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রোড শোতে গানে গানে চলছে নির্বাচনী প্রচার। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলই তাদের প্রতিশ্রুতি নিয়ে গান বেঁধেছে। সেই সাথে প্যারোডি গানে একে অপরকে ঘায়েলের চেষ্টাও চলছে।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে সাত ধাপে। প্রথমধাপের ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। ভোটের ক্ষণ যত ঘনিয়ে আসছে, বাংলা দখলের লড়াইয়েও ক্রমশ দূরত্ব কমছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। নতুন সমীক্ষা বলছে, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তৃণমূল এককভাবে সব থেকে বেশি আসন পেলেও বিজেপির সঙ্গে ব্যবধান একেবারে কম। বাম-কংগ্রেস জোটের আসন সংখ্যা ২০-র নিচে নেমে যেতে পারে।

এবিপি আনন্দ-সিএনএক্সের এক সমীক্ষার বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বলেছে, যদিও সমীক্ষার ফল আদতে নাও মিলতে পারে। অতীতে তেমন হয়েছে। গত ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত রাজ্যের ৪২টি লোকসভা আসনে এবিপি আনন্দ-সিএনএক্স সমীক্ষা চালানো হয়। তাতে অংশগ্রহণ করেছিলেন ১১ হাজার ৯২০ জন।

সমীক্ষা অনুযায়ী, বাংলা বিধানসভা ভোটে ১৩০-১৪৬ আসন পেতে পারে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। যেখানে ম্যাজিক ফিগার ১৪৮। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূলের ভোটব্যাঙ্কেও থাবা পড়ছে। ২০১৬ সালে ৪৪.৯ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তা কমে দাঁড়ায় ৪৩.৩ শতাংশে। এবার তা আরো কমে হতে পারে ৪০ শতাংশ।

সমীক্ষা বলছে, যত ভোট এগিয়ে আসছে, তত আসন বাড়ছে বিজেপির। নয়া সমীক্ষায় বিজেপিকে ১৩০-১৪০ টি আসন দেওয়া হয়েছে। ফলে লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি হতে পারে বলে ইঙ্গিত মিলছে। ২০১৬ সালের তুলনায় বিজেপির ভোট অনেকটা বাড়লেও ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে তা কমে যাবে। ২০১৬ সালে ১০.২ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। গত লোকসভা ভোটে তা বেড়ে হয়েছিল ৪০.৭ শতাংশ। এবার তা কমে ৩৮ শতাংশ হতে পারে।

এছাড়াও বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সংযুক্ত মোর্চা ১৪-১৮ আসন জিততে পারে। গতবারের লোকসভা ভোটের তুলনায় চার শতাংশের মতো ভোট বেড়ে দাঁড়াতে পারে ১৬ শতাংশ। অন্যান্যদের দখলে যেতে পারে ছয়টি আসন।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে কথার লড়াইতো লেগেই আছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে ‘খেলা হবে’ ডায়ালগটি। শুধুই কি কথার লড়াইয়ে থেমে আছে সব কিছু? প্রচারের মাঠে খেলা হবে- এই ডায়ালগেই গান নিয়ে এসেছে তৃণমূল। তৃণমূলকে টার্গেট করে গানে গানে সোনার বাংলা করার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। সেখানে মমতা ও তার ভাইপো অভিষেককে নিশানা করেছে বিজেপি। মমতাকে টার্গেট করে এরকম অ্যানিমেশন গানও আছে বিজেপির প্রচারে। বসে নেই বামেরাও। গানে গানে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের হাল। সবাইকে ছাড়িয়ে গেছে টুম্পা সোনা। পশ্চিমবঙ্গের অলিগলি এখন সরগরম, সিপিএম-এর বানানো গানটি নিয়ে। লুঙ্গি ড্যান্সের সুরে হাল ফেরানোর আহ্বান আছে কাস্তে হাতুরির সিপিএমের।

উষা উত্থুপের উরি উরি গানে আর্থিক কেলেঙ্কারি, সিবিআইয়ের হানা, নারদা মামলা, কয়লা-কোকেন কেলেঙ্কারি স্থান পেয়েছে। কংগ্রেস আছে গানের লড়াইয়ে। খেলতে চায় তারাও। তৃণমূলের খেলা হবের পাল্টা খেলা হবে গানে তৃণমূল-বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads