• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ভারত

ঘরে বসে করোনা পরীক্ষার কিটের অনুমোদন দিল ভারত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ মে ২০২১

ঘরে বসেই করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার টেস্ট কিট অনুমোদন দিয়েছে ভারত।

গতকাল বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) র‍্যাপিড এন্টিজেন কিট নামের এই টেস্ট কিটটির অনুমোদন দেয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

যাদের শরীরে কোভিডের লক্ষণ রয়েছে তারা এই পরীক্ষা করতে পারবেন বলে আইসিএমআর জানিয়েছে।

বাড়িতে বসে করোনা পরীক্ষা পদ্ধতি নিয়ে আইসিএমআর বলেছে, এই পরীক্ষায় ফল যাদের পজিটিভ আসবে, তাদের পজিটিভ রোগী হিসাবেই চিহ্নিত করা হবে। কিন্তু যাদের লক্ষণ রয়েছে কিন্তু রিপোর্টে নেগেটিভ আসবে তাদের আবারও আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করাতে হবে।

তবে নির্বিচারে সব মানুষকে করোনা পরীক্ষা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে আইসিএমআর। কেবলমাত্র করোনা লক্ষণযুক্ত ব্যক্তি এবং যাদের ল্যাবরেটরি পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদেরই এন্টিজেন কিট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারতে টানা চারদিন দৈনিক মৃত্যু চার হাজারের বেশি ছিল। সেটি কমে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ২ লাখ ৮৭ হাজার ১২২ জনের প্রাণ কেড়ে নিল সর্বনাশা এই মহামারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads