• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ভারত

ভারতে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২২

ভারতের ঝাড়খন্ডে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। বুধবার ঝাড়খন্ডের পাকুড় জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাসটি কেটে ভেতর থেকে আহত যাত্রীদের বের করে আনা হয়। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে ঘন কুয়াশার কারণে সংঘর্ষটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরিত হলে ক্ষয়ক্ষতি আরও মারাত্মক আকার ধারণ করত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads