• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ভারত

লোন না পাওয়ায় ব্যাংকে আগুন দিলেন এক ভারতীয়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২২

ব্যাংকের কাছে লোন চেয়ে আবেদন করেছিলেন ওয়াসিম হাজারাতসাব মোল্লা নামে এক ব্যক্তি। কিন্তু জমা দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় তার আবেদন নাকচ করে দেয় ব্যাংক। এতে ক্ষুব্ধ হয়ে গত রবিবার (৯ জানুয়ারি) ব্যাংকটিতে আগুন ধরিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী ওয়াসিম। ঘটনাটি ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর পরই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়ের এবং গ্রেপ্তার করা হয়েছে।

কর্ণাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা ওয়াসিম। সম্প্রতি তিনি স্থানীয় হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় লোন চেয়ে আবেদন করেন। কিন্তু তার দেওয়া দলিলাদি যথাযথ হয়নি বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ হয়ে যান ওই ব্যক্তি এবং ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads