• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ভারত

দুটির বেশি সন্তান থাকায় শিক্ষকসহ ১ হাজার কর্মীকে শোকজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২২

দুটির বেশি সন্তান থাকায় ভারতের মধ্যপ্রদেশের ভোপালের ১ হাজার সরকারি শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্য জি নিউজে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালে ভারতের মধ্যপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, কোনো সরকারি কর্মচারী ২০০১ সালের ২৬ জানুয়ারির পর দুটির বেশি সন্তান যদি নেন তাহলে তাদের চাকরি থাকবে না।

সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এনে রাজ্যের এক বিধায়ক বিধানসভায় জানতে চান, ২০০০ সালে রাজ্য সরকারের ওই নির্দেশিকা অনুযায়ী এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সেই তথ্য খুঁজতে গিয়েই দেখা যায়, মোট ১ হাজার জনকে তৃতীয় সন্তান নেওয়ার জন্য শোকজ করা হয়েছে।

সরকারের ওই কাণ্ডে প্রবল ক্ষুব্ধ শিক্ষক মহলের একাংশ। তারা জানান, ওইরকম একটি শোকজ লেটার আমাদের দেওয়া হয়েছে। অথচ, চাকরির নিয়োগপত্রে সন্তান নিয়ে কোনো কথা লেখা ছিল না। যাদের নিয়োগপত্রে ওই শর্ত দেওয়া রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার।

রাজ্য সরকারের কর্মকর্তা এ কে মোডগিল বলেন, ওইসব লোকজনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। অনেকেই এখন বলছেন সরকারি নিয়ম জানতেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না।

সূত্র : জি নিউজ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads